নাজিম হাসান: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার জড়িতদের দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজশাহী সিটি প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সংস্থার উদ্যোগে রাজশাহীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন করা হয়।
এ সময় সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নেরও দাবি জানানো হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা রফিক আলম, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ড সাংবাদিক সমাজের ওপর বর্বর আক্রমণ। তারা বলেন, দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা, খুন ও গুমের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এর তীব্র নিন্দা জানিয়ে বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়াও তারা ৪ দফা দাবি তুলে ধরেন। দ্রুত সময়ের মধ্যে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। নিহত সাংবাদিকের পরিবারের দায়িত্ব নিতে হবে।সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা দেওয়ার জন্য শাস্তি স্বরুপ সর্বোচ্চ আইন করা এবং সাংবাদিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে।#