# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলার বিশিষ্ট রাজনীতিক, নজিপুর ইউনিয়নের দু’বারের চেয়ারম্যান এবং বিএনপির পত্নীতলা থানা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মিন্টু-র জানাজায় হাজারো মানুষের ঢল নামে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে নজিপুর পাবলিক মাঠে অনুষ্ঠিত হয় তাঁর ১ম জানাজা নামাজ।
মাঠটি রূপ নেয় এক শোকাবহ শ্রদ্ধাঞ্জলি মেলায়। রাজনৈতিক অঙ্গনের নেত, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ প্রিয় মানুষকে শেষ বিদায় জানাতে হাজির হন।জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ আসেন তাকে শেষবার দেখতে এবং শ্রদ্ধা জানাতে। জানাজায় অংশ নেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহা,পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া,থানার ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান, নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরী, সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খায়রুল আলম গোল্ডেন, নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমীন মুক্তা।
আরও উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, রমজান আলী, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহিন, সাংগঠনিক সম্পাদক এ জেড মিজানসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিভিন্ন শ্রেণীপেশার হাজার হাজার মানুষ। সবাই এসেছিলেন তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে, ভালোবাসায় বিদায় জানাতে।
কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান জোহার মতে, হাবিবুর রহমান মিন্টু ছিলেন একজন সৎ, আদর্শবান ও জনসেবামুখী রাজনীতিক। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর হঠাৎ প্রয়াণে নজিপুর ও আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোক। নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান বলেন,মিন্টু ভাই ছিলেন সর্বদা মানুষের পাশে। তাঁর মতো নেতা এই এলাকায় বহুদিনে আসেনি। তাঁর অবদান আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর গ্রামের বাড়ি উপজেলার নজিপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল পৌণে ৩ টায় নজিপুর নতুনহাট দোচাই গ্রামীণ সড়কের রামজীবনপুর গোহারা মোড় এলাকায় খড়িবাহী ভটভটির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ ঘটনাস্থলেই হাবিবুর রহমান মিন্টু নিহত হন।তাঁর মৃত্যুতে পুরো উপজেলা জুড়ে চলছে শোকের মাতাম।#