1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় গ্রেফতার-১৯ কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মসজিদে দোয়া মাহফিল খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে রাজশাহীর বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবগঞ্জে ৬ দিন ধরে নিখোঁজ মা ও মেয়ে, থানায় অভিযোগ  রাজশাহীতে পুলিশ স্বামীর পোশাক পরে টিকটকে স্ত্রীর পোষ্ট কনস্টেবল প্রত্যাহার পাবনায় কবি ডাঃ আঃ হালিম মাস্টার স্মৃতি সাহিত্য সংসদ এর উদ্যোগে দোওয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে  ভারতীয় মদ ও গরু জব্দ ​স্বাধীনতার পতাকা ও সার্বভৌমত্বের রক্ষক: বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও দূরদর্শিতা এবারের সংসদ নির্বাচন কেমন হবে, গণতন্ত্র, অংশগ্রহণ ও আস্থার সন্ধিক্ষণে বাংলাদেশ খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পত্নীতলায় কোরআন খতম ও দোয়া মাহফিল

শিবগঞ্জে ৬ দিন ধরে নিখোঁজ মা ও মেয়ে, থানায় অভিযোগ 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: 0; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 255.46521;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 28;
৥ মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ শিবগঞ্জে ৬দিন ধরে মা ও মেয়ে নিখোঁজ রয়েছে। প্রতিকার চেয়ে নিখোঁজ হওয়া গৃহবধূ শারমিন বেগমের ভাই সোহেল আলি শিবগঞ্জ  থানায় একটি জিডি করেছেন।
জিডি ও পারিবারিক সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাসিন্দা শারমিন বেগম ও তার ছোট মেয়ে রিফা খাতুন গত ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার সকাল  ১১টার দিকে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার কথা বলে বের হন। বের হওয়ার সময় তিনি তার ব্যবহৃত মোবাইল ফোনটি স্থানীয় এক মোবাইল মেকারের দোকানে রেখে যান এবং জানান, ফোনে সমস্যা হয়েছে—মেরামত শেষে সেটি যেন তার শ্বশুরবাড়িতে পৌঁছে দেওয়া হয়। পরে মোবাইল মেকার ফোনটি শ্বশুরবাড়িতে পৌঁছে দেন। এরপর থেকে মা ও মেয়ের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
দিনভর শারমিন বাড়িতে ফিরে না আসায় তার ননদ শ্বশুর বাড়িতে পৌঁছানো ফোনটি থেকে শারমিনের ভাই মো. সোহেল আলীকে ফোন করে জানান যে, শারমিন সকাল ১১টার দিকে বাবার বাড়ির উদ্দেশ্যে বের হয়েছেন। তবে সোহেল আলী জানান, শারমিন ও তার মেয়ে বাবার বাড়িতে পৌঁছাননি। পরে আত্মীয়স্বজন ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি।
Open photo
এলাকাবাসী ও শ্বশুরবাড়ির সদস্যরা জানান, শারমিন বেগম বিভিন্ন সময় একাধিক পুরুষের সঙ্গে মোবাইলে দীর্ঘক্ষণ কথা বলতেন এবং ভিডিও কলেও যোগাযোগ রাখতেন। শারমিনের বড় মেয়ে রাফিয়া খাতুন জানান, তাদের দুই বোনকে এক কক্ষে ঘুমাতে বলা হতো এবং তার মা আলাদা কক্ষে থাকতেন।
শারমিনের ননদ ময়না জানান, নিখোঁজের একদিন পর থানায় হারানোর সাধারণ ডায়েরি করা হয়। মোবাইল মেকারের দোকানে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, শারমিন নিজেই স্বেচ্ছায় ফোনটি দোকানে রেখে যান এবং কোনো ত্রুটি ছাড়াই সেটি শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে বলেন।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বাসিন্দা শারমিন বেগম প্রায় ১৫ বছর আগে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আব্দুল লতিফের ছেলে রবিউল ইসলাম রবুর সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের দুই কন্যা সন্তান জন্ম নেয়। সংসারের আর্থিক স্বচ্ছলতা আনতে প্রায় ৪ বছর আগে রবিউল ইসলাম রবু বিদেশে পাড়ি জমান। এ সময়ে তিনি ছুটিতে কয়েকবার বাড়িতে এলেও বর্তমানে বিদেশে অবস্থান করছেন।
স্বামী প্রবাসে থাকায় শারমিন দুই মেয়েকে নিয়ে আলাদা সংসারে বসবাস করতেন। বড় মেয়ে রাফিয়া খাতুন ষষ্ঠ শ্রেণিতে এবং ছোট মেয়ে রিফা খাতুন দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত। সংসারের বাজার-সদাই ও মেয়েদের পড়াশোনার সব দায়িত্ব শারমিনকেই বহন করতে হতো।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ  হুমায়ুন কবিরজানান, থানায় নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে।  বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট