নাহিদ জামানঃ রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের কাজদিয়া গ্রামবাসীর আয়োজনে ৮ দলীয় (কেপিএল) সিক্সার সাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ১৯ জুলাই বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করে কাজদিয়া জুনিয়র একাদশ এবং কাজদিয়া এম আর ভয়েজ ক্লাব । নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হওয়ায় ট্রাইবেকারে ২-১ গোলে এম আর ভয়েজ ক্লাব বিজয়ী হয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের রিফাত।
খেলা পরিচালনা করেন প্রভাষক বাশির আহম্মেদ লালু। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক খান আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সুলতান মাহমুদ বাদশা, সমাজসেবক শেখ ওমর ফারুক, আলম শেখ।
সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক শাহাজাদা আলমগীর এবং পরিচালনা করেন সমাজসেবক জামাল শেখ। এসময় উপস্থিত ছিলেন মিজান শেখ, আয়ূব খান, বিল্লাল শেখ, বাচ্চু শেখ, মুক্ত, তুহিন সালমান, রিসাদ, হাসান ফারাজী, তাহসিন, বোরহান, রাজন, আসাদুল্লাহ, অনিক, ইয়ামিন খান, হীরা, নাঈমুল প্রমূখ।#