শনিবার (২২ ফেব্রুয়ারি) নগর ভবনের এনেক্স হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। অনুষ্ঠানে ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কবির আহামদ বলেন, ক্লিন সিটি হিসেব রাজশাহী নগরী স্বীকৃতি পেয়েছে। নিসন্দেহে এটি আপনাদের সম্মিলিত কর্মপ্রচেষ্টার ফল। এ সময় তিনি নগরীর অর্জিত সুনাম ধরে রাখা সহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় চলমান প্রকল্পসমূহের বিষয়ে পাওয়ার পয়েন্টে বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন।
সভায় রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাইদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট সহ প্রকৌশল বিভাগের প্রকৌশলীবৃন্দ সহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে নগর ভবনে পৌছালে অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাসিকের রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শাহেদুজ্জামান জীবন ও নগর পরিকল্পনাবিদ বনি আহসান।
উল্লেখ্য, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজশাহী সিটি করপোরেশনের চলমান প্রকল্প সমূহের মাঠ পর্যায়ের বাস্তবায়নাধীন কাজ পরিদর্শন করেন অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদ।#