# রতন মাস্টার মোহনপুর, রাজশাহী থেকে………………………………..
রাজশাহী হতে নওগাঁ মহাসড়ক কামার পাড়া বাজারে আমের জমজমাট বাজার বসেছে। রাজশাহী হতে নওগাঁ মহাসড়কে প্রায় ২৮ কিলোমিটার দুরে রাস্তার ধারে রাজশাহীর মোহনপুর থানাধীন রায়ঘাটি ইউনিয়ন কামারপাড়া বাজারে বিভিন্ন জাতের সুস্বাদু আম পাওয়া যাচ্ছে। আর ভাল আম পেতে শহর থেকে ক্রেতারা কামাড়ায় ভীড় জমাচ্ছে।
এসব আম দেশের বিভিন্ন শহরে দৈনিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে।আম চাষিরা ও আড়ৎদার বলেন অন্যান্য বছরের চেয়ে এবছর আমের দাম বেশ খানিকটা বেশি।মোহনপুর উপজেলার কামারপাড়া বাজার হতে দেশের বিভিন্ন স্হান যেমন, ঢাকা, সিলেট, বগুড়া, সিরাজগঞ্জে, খুলনা ও চিটাগাংসহ দেশের প্রায় শহরে আম পাঠানো হচ্ছে।ফজলি আম ৯০০ টাকা হতে ১০০০ টাকা মণ, ন্যাংড়া আম ২২০০ হতে ২৪০০ টাকা মণ, রুপালি আম ২৬০০ হতে ২৮০০ টাকা মণ, হিমসাগর ২৮০০ হতে ৩০০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।
এছাড়া বাজারে প্রচুর পরিমাণে লক্ষনভোগ ও আঁটির আম দেখা গেছে।আম চাষিরা ও আড়ৎদার বলেন এবারে আবহাওয়া অনুকূল থাকায় আম চাষিরা ভালো আর্থিকভাবে লাভবান হবে। উল্লেখ্য এবার এ অঞ্চলে আমের ফলন একটু কম হলে দামের দিক থেকে বেশি থাকায় আমচাষী ও আম ব্যবসায়ীরা বেশ লাভবান হচ্ছে।#
সান/০৭