1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, চোলাইমদসহ একজন গ্রেপ্তার জামায়াতে ইসলাম  ধর্মকে পুঁজি করে রাজনীতি শুরু করেছেঃ রূপসায় আজিজুল বারী হেলাল রূপসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টর ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত  ঢাকায় শিক্ষক সমাবেশে হামলার প্রতিবাদে রাজশাহীতে প্রতিবাদ কর্মবিরতি সমাবেশ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে শিক্ষক সমিতির বিক্ষোভ সমাবেশ ভোলাহাটের তিলোকী গ্রামের ছোট্ট শিশু কারিমা মাইক্রো বাসের নিচে চাপা পড়ে নিহত নতুনতারা সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ‎ ‎ তানোর কৃষি কর্মকর্তা স্টেশনে থাকেন না, বদলি আদেশ রোহিত হয়ে ফের আলোচনায়

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সদের দুর্ব্যবহার ও কর্তব্যে চরম অবহেলার অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত দুইজন সিনিয়র স্টাফ নার্স ও এক ব্রাদারের বিরুদ্ধে রোগীর স্বজনকে অপমান, হুমকি এবং চিকিৎসা ব্যাবস্থায় গুরুতর অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২৪ আগস্ট) দুপুরে সমাজসেবক ও রাষ্ট্রপতি সেবা পদকপ্রাপ্ত মোহাম্মদ মোহন আলী আনুষ্ঠানিক লিখিত অভিযোগ পত্র জমা দিয়েছেন হাসপাতাল পরিচালক বরাবর।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ১২ আগস্ট সন্ধ্যা ৭টা ২৪ মিনিটের দিকে নিজ সন্তান দ্বারা গুরুতর আহত রোগী মাহমুদা (৪৫)-কে হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর মাথা ও হাতে একাধিক আঘাত থাকায় কর্তব্যরত চিকিৎসক দ্রুত জরুরি কিছু পরীক্ষার নির্দেশ দেন। কিন্তু পরীক্ষার জন্য প্রয়োজনীয় রক্তের নমুনা সংগ্রহে গাফিলতি ও অযথা বিলম্ব করতে থাকেন দায়িত্বে থাকা নার্স ও ব্রাদাররা। এরই মধ্যে হাসপাতালের সিবিসি (CBC) টেস্টের সীমা পূর্ণ হয়ে যায়। রোগীর জরুরি অবস্থার কারণে মোহন আলী বাইরের অনুমোদিত ও মানসম্মত ক্লিনিকে পরীক্ষা করানোর প্রস্তাব দেন। চিকিৎসকও সে অনুমতি দেন। কিন্তু এ সময় তিনি যখন রক্তের নমুনা সংগ্রহের জন্য কর্তব্যরত নার্সদের বিনীতভাবে অনুরোধ করেন, তখনই শুরু হয় হয়রানি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, সিনিয়র স্টাফ নার্স মোঃ সাইফুল ইসলাম ও আফরোজা প্রকাশ্যে মোহন আলীকে ‘বাইরের ক্লিনিকের দালাল’ বলে গালমন্দ করেন। শুধু তাই নয়, রোগীর নমুনা সংগ্রহে অস্বীকৃতি জানান এবং তাকে প্রকাশ্যে হুমকিও দেন। এসময় মোহন বলেছিলেন, প্রয়োজনে পরিচালক স্যারের কাছে অভিযোগ করব। তখন তারা প্রকাশ্যে ঔদ্ধত্যভরে বলেন, পরিচালক আমাদের কিছু করতে পারবে না, যা পারেন করেন।

ভুক্তভোগী মোহন আলী জানান, পুরো ঘটনার ভিডিওচিত্র প্রমাণ হিসেবে তার কাছে সংরক্ষিত রয়েছে। মোহন আলী শুধু একজন সাধারণ রোগীর স্বজন নন; তিনি দীর্ঘ ১৮ বছর ধরে স্বেচ্ছায় প্রায় ১০ হাজার ব্যাগ রক্তদানসহ অসহায় মানুষের জন্য কাজ করে আসছেন। রাষ্ট্রপতি সেবা পদকপ্রাপ্ত এ স্বেচ্ছাসেবকের প্রতি নার্সদের এমন অসৌজন্যমূলক আচরণে তিনি ক্ষুব্ধ ও অপমানিত বোধ করেছেন। “এ ধরনের অশোভন ও দায়িত্বজ্ঞানহীন আচরণ শুধু মোহন আলীর সাথেই নয়, প্রায়শই সাধারণ রোগী ও স্বজনদের সাথেও ঘটে থাকে। এতে চিকিৎসা সেবার মান ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জনগণের আস্থা নষ্ট হচ্ছে।” এ ঘটনায় তিনি অভিযুক্ত নার্স মোঃ সাইফুল ইসলাম ও আফরোজার বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে রোগী ও তাদের স্বজনদের সাথে ভদ্র, মানবিক ও সহযোগিতামূলক আচরণ নিশ্চিত করার জন্য হাসপাতাল পরিচালকের কাছে জোর দাবি জানিয়েছেন।

রোগী মারফত জানা যায়, শুধু এই অভিযোগই নয়, বরং দীর্ঘদিন ধরেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নার্স ও ব্রাদারদের অসৌজন্যমূলক আচরণ এবং রোগী সেবায় অবহেলা নিয়ে ক্ষোভ রয়েছে। সেবা পেতে গিয়ে অনেক রোগী ও স্বজন নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠছে। সু নাগরিক মতে, দেশের অন্যতম প্রধান চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যদি এ ধরনের অনিয়ম ও দুর্ব্যবহার চলতে থাকে, তবে এটি কেবল হাসপাতালের সুনামই ক্ষুণ্ণ করবে না, বরং স্বাস্থ্যসেবার প্রতি সাধারণ মানুষের আস্থাও মারাত্মকভাবে কমিয়ে দেবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট