
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই সরগরম হয়ে উঠছে রাজশাহীর সাংবাদিক মহল। প্রার্থীরা শুরু করেছেন আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা, চলছে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময়। এরই মধ্যে আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক পদপ্রার্থী মোঃ সোহাগ আলী, যিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় সততা ও নিষ্ঠার প্রতীক হিসেবে পরিচিত।
সোহাগ আলী বর্তমানে এশিয়ান টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সংবাদ পেশায় দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি তিনি রাজশাহী মডেল প্রেসক্লাবের অর্থ সম্পাদক হিসেবে গত চার বছর ধরে সফল ভাবে দায়িত্ব পালন করেছেন। তাঁর সময়কালে ক্লাবের প্রশাসনিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে এসেছে গতি ও শৃঙ্খলা। একাধিক গণমাধ্যম কর্মীরা জানান, সোহাগ আলী সব সময় সাংবাদিকদের স্বার্থ রক্ষায় নিরলস ভাবে কাজ করেছেন। নিজের পদে থেকে কখনো ব্যক্তি স্বার্থকে অগ্রাধিকার দেননি। তিনি নীরব ভাবে দৃঢ়তার সঙ্গে ক্লাবের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করেছেন।
তার বিষয়ে প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক বলেন,সোহাগ আলী শুধু একজন সাংবাদিক নন, তিনি একজন নিবেদিত প্রাণ সংগঠক। দায়িত্বে থাকলে সেটা তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করেন। তার মতো মানুষই ক্লাবকে নতুন দিক নির্দেশনা দিতে পারেন। এবার অর্থ সম্পাদক পদে প্রার্থী হয়ে সোহাগ আলী প্রতিশ্রুতি দিয়েছেন, ক্লাবের অর্থনৈতিক ব্যবস্থাপনায় তিনি স্বচ্ছতা, জবাবদিহি ও আধুনিক আর্থিক পরিকল্পনা বাস্তবায়ন করবেন। পাশাপাশি সদস্যদের আর্থিক ও পেশাগত কল্যাণে গঠনমূলক পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক সোহাগ আলী জানান,মডেল প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি সাংবাদিকদের এক পরিবার। এই পরিবারের উন্নয়নে সবার আস্থা ও সহযোগিতা নিয়েই আমি কাজ করতে চাই। অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হলে আমি অর্থনৈতিক কাঠামো আরও দৃঢ় ও স্বচ্ছ করতে চাই।
প্রেসক্লাব সূত্রে জানা যায,রাজশাহীর সাংবাদিক মহলে সোহাগ আলী একজন প্রিয় ও গ্রহণযোগ্য মুখ। মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ থেকে শুরু করে সংগঠন পরিচালনা সব জায়গাতেই তিনি দেখিয়েছেন পেশাদারিত্ব ও সততার উদাহরণ। এই দ্বি বার্ষিক নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ক্লাব প্রাঙ্গণে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রার্থীদের পোস্টার, ব্যানার ও শুভেচ্ছা ব্যানারে ছেয়ে গেছে প্রেসক্লাব এলাকা। সাংবাদিকরা বলছেন, এবারের নির্বাচন হবে প্রতিযোগিতা মূলক, তবে বন্ধুত্বপূর্ণ।
রাজশাহী মডেল প্রেসক্লাবের এই নির্বাচনে বিভিন্ন পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে অর্থ সম্পাদক পদে সোহাগ আলীর উপস্থিতি ইতিমধ্যেই নির্বাচনে নতুন মাত্রা এনে দিয়েছে। সাংবাদিক সমাজের অনেকেই মনে করছেন, অভিজ্ঞতা, সততা ও জনপ্রিয়তায় তিনি এই পদে একজন যোগ্য প্রার্থী।#