রতন মাস্টার, মোহনপুর, রাজশাহী……………………………..
রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের এস.এস.সি পরীক্ষার্থী এক ছাত্রী নিখোজ হয়েছে। ছাত্রীর পিতাঃ তানছের আলী গত ৩০ শে জুন মেয়ের সন্ধান চেয়ে মোহনপুর থানায় একটি সাধারণ ডায়ারী করেছেন ডায়ারী নং- ১৬৩০।
ডায়ারী সূত্রে জানা গেছে, এস.এস.সি পরীক্ষার্থী সুরাইয়া খাতুন (১৮) গত ১ বছর পূর্বে আমার মেয়ের নঁওগার জেলার মান্দা উপজেলার এলেঙ্গা গ্রামে সাইদুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলমের সাথে বিবাহ হয়। গত ২ মাস পূর্বে এস.এস.সি পরীক্ষা দেওয়ার জন্যে আমার বাড়িতে আসে, গত ২৯ শে জুন ২০২২ ইং তারিখে আনুমানিক সকাল ১০.৩০ মিনিট এর দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ওষুধ নেওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে বাড়িতে না ফিরলে আত্মীয় স্বজনসহ অনেক খোঁজাখুজি করে মেয়েকে পাওয়া যায়নি। তার শারীরিক গঠন ভাল, উচ্চতা ৫ ফুট,গায়ের রং শ্যামলা, মুখমন্ডলের আকৃতি লম্বাটে, চুল কাল খাটো, তার বাম হাতে কাটা দাগ আছে, তার পরনে ছিল খয়েরী রং এর ওয়ান পিচ জামা, কালো রং এর বোরখা।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) তৌহিদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এ বিষয়ে একটি সাধারণ ডায়ারী পেয়েছি এবং অনুসন্ধানের চেষ্টা অব্যাহত আছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন সন্ধান পলেে নি¤েœর মোবাইল নং এর সন্ধান দেওয়ার জন্য অনুরোধ করা হলো। মোবাঃ ০১৭৪৭৬৪৮৫৪৮#
এডিট: সান