#মোহনপুর প্রতিনিধি ………………………………………..
মোহনপুরে বাল্য বিবাহ নিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। আজ (২৮ডিসেম্বর ২০২২) রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় বাকশিমইল ইউনিয়ন পরিষদে গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এর বাস্তবায়ননে USAID’s Fight Slavery and Trafficking In Persons Activity( FSTIP) প্রকল্পের অধীনে ইউনিয়ন বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা এবং সভা প্রধানের দায়িত্ব পালন করেন অত্র ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান আব্দুল মান্নান।
এছাড়া ও বাকশিমইল ইউনয়নের সচিব, শিক্ষক, মুক্তিযোদ্ধা, কাজী, ছাত্র ছাত্রী প্রতিনিধি ও কিশোর কিশোরী ক্লাবের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি,গন্যমান্য ব্যক্তি, পিয়ার লিডার, ইউপি সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উক্ত প্রকল্পটি USAID এর অর্থায়নে WINROCK INTERNATIONAL এর কারিগরি সহযোগিতায় রাজশাহী জেলাধীন পবা,মোহনপুর ও তানোর উপজেলার ১২ টি ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধ ও মানব পাচার রোধে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। উক্ত ওরিয়েন্টেশন পরিচালনায় সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট অফিসার মুশকুর রহমান।#