1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
বাগেরহাটের মোংলার পশুর নদীতে আমেরিকা প্রবাসীর স্ত্রী নিখোঁজ  আজমতপুর সীমান্তে  ভারতীয় নাগরিকের লা/শ দেখান বাংলাদেশী আত্মীয়-স্বজনকে  বিজিবি-বিএসএফ সহযোগিতায় মৃত ভারতীয় নারীর লাশ আত্মীয়দের দেখানো হয়েছে শিবগঞ্জে বিজিবির অভিযানে গরু, মহিষ ও বিড়ি তৈরির মসলা জব্দ ভোলাহাটে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব, সংহতি ও হাঁরঘে পদ্মা বাঁচাও এর দাবীতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে সাংবাদিক জুয়েল আহমেদের  রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল নিরপেক্ষ নির্বাচন হলে দেশের মানুষ শহীদ জিয়ার দলকে বিজয়ী করবে: এডভোকেট শামসুর রহমান শিমুল পত্নীতলায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক-৩ রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের প্রথম পর্বের শেষ খেলা অনুষ্ঠিত

রাজশাহীতে বেড়েছে মাছের দাম, কমেছে মুরগি ও ডিমের দাম

  • প্রকাশের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জুবায়ের…………………….

রাজশাহীতে সবধরনের মাছের দাম কেজিতে ৫০ থেকে ২০০ টাকা বেড়েছে। কমেছে মুরগি ও ডিমের দাম। নগরীর বিভিন্ন সবজি বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

 

মাছের আড়ৎ ও বাজারে গিয়ে দেখা গেছে, রুই ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৫০ টাকায়, কাতল মাছও বিক্রি হচ্ছে ২৫০ টাকায়, সিলভার কার্প বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। এছাড়া বড় ইলিশ ২শ’ টাকা বেড়ে ১ হাজার ৭শ’ টাকা ও ছোট ইলিশ ১শ’ চাকা বেড়ে ৬শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। ২শ’ টাকা বেড়ে বড় চিংড়ি ২ হাজার টাকা ও দেশি চিংড়ি ১শ’ টাকা বেড়ে ৮শ’ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আইড় মাছের দাম ১শ’ টাকা বেড়ে ৬শ’ টাকা, ২শ’ টাকা বেড়ে গুচি ১হাজার ২শ’ টাকা, ১শ’ টাকা বেড়ে বাইন মাছ ৮শ’ টাকা তবে অপরিবর্তিত রয়েছে পাবদা মাছের দাম। বিক্রি হচ্ছে ৪শ’ টাকা কেজি দরে।

 

দাম বাড়ার বিষয়টি স্বীকার করে মাছ বিক্রেতা জয়নাল বলেন, বৃষ্টি ও মেঘের কারণে জেলেরা মাছ ধরতে পারছে না। ফলে বাজারে মাছ কম আসছে। আর আমদানি কম থাকার কারণে আমরা চাহিদা অনুযায়ী মাছ সরবরাহ করতে পারছি না। তাই মাছের দামটা একটু বেশি। জেলেরা মাছ ধরা শুরু করছে আবারও মাছেরর দাম কমবে। মাছের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।

 

সাহেববাজারে মাছ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, প্রতিটা নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে। মাছের বাজারে এসে তো পুরোপুরি মাথা খারাপ হওয়ার মতো অবস্থা ক্রেতাদের। গত সপ্তাহের তুলনায় মাছের দাম কেজিতে ৩০-২০০ টাকা বেড়েছে। এভাবে যদি প্রতি সপ্তাহে মাছের দাম বাড়ে তাহলে আমাদের মতো নিম্নআয়ের মানুষদের মাছ খাওয়াও ছেড়ে দিতে হবে।

 

এদিকে, মুরগি ও ডিমের দাম গত সপ্তাহের চেয়ে কমেছে। বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি আগের সপ্তাহের চেয়ে ২৫ টাকা কমে ১৬৫ টাকা কেজি, অপরিবর্তিত থেকে সোনালী মুরগি ২৭০ টাকা এবং দেশি মুরগি ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের চেয়ে ১০ টাকা কমে লাল ডিম বিক্রি হচ্ছে ৩৮ টাকা হালি এবং সাদা ডিম ৩৬ টাকা হালিতে বিক্রি হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট