1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা রাকসু নির্বাচনে হল‌ সংসদে প্রার্থী সংকট,বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ৪২ জন সাংবাদিকদের মিলনমেলায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি উদযাপন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ নতুন দায়িত্বে নজিপুর সরকারি কলেজে নবীণ বরণ অনুষ্ঠিত প্যালেস্টাইন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা খুলনা মিউজিক ক্লাবের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বাগমারায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল ফারাবীর পথসভা অনুষ্ঠিত নাচোলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বাগমারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জহুরুল আলম বাবু

মানা হয়নি মুক্তিযোদ্ধা কোটাঃ রাজশাহীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে মাঠকর্মী নিয়োগে অনিয়ম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………..

রাজশাহীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৬০ কর্মী নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এর ফলে অনুসরণ করা হয়নি মুক্তিযোদ্ধা কোটাও। লিখিত পরীক্ষায় পাশকৃত চাকরিপ্রার্থীদের মৌখিক পরীক্ষার নামে দেওয়া হয়েছে পছন্দের লোকজনকে চাকরি। যদিও এখনো চূড়ান্তভাবে উর্তীনদের নিকট এখনো নিয়োগপত্র পাঠানো হয়নি। আগামী কয়েকদিনের মধ্যে নিয়োগপত্র প্রার্থীদের স্ব স্ব ঠিকানায় পাঠানো হবে বলে জানানো হয়।

 

অনুসন্ধানে জানা গেছে, এ ঘটনায় মুক্তিযোদ্ধার সন্তান আয়শা আক্তার পলি খাতুন নামের এক ভুক্তভোগী চাকরীপ্রত্যাশি অভিযোগ করেছেন বিভিন্ন দপ্তরে।

 

অনুসন্ধানে জানা গেছে, রাজশাহী জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী ও আয়া পদে ৪ বিভগে মোট ৬০ জন নিয়োগের জন গত বছরের ২২ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ কর। ওই এর পর কয়েক হাজার আবেদনপত্র জমা পড়ে। যার মধ্যে গত ৪ নভেম্বর লিখিত পরিক্ষায় ৪টি ক্যাটেগরিতে ২৪১ জন লিখিত উত্তীর্ণ হন। এঁদের মধ্যে পরিবার কল্যাণ সহকারী পদে গত ৯ থেকে ১২ নভেম্বর উত্তীর্ণদের ডাকা হয় মৌখিক পরীক্ষার জন্য। এর পর ১২ নভেম্বর মৌখিক পরীক্ষায় চুড়ান্তভাবে উত্তীর্ণ ৪৫ জনের তালিকা দেওয়া হয় ওয়েব সাইটে।

 

কিন্তু এ নিয়োগে মানা হয়নি মুক্তিযোদ্ধা কোটা। এর ফলে দুর্গাপুরের দেলুয়াবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে একজন মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করে লিখিত পরীক্ষায় পাশ করলেও মৌখিক পরীক্ষার নামে ওই প্রার্থীকে বাদ দেওয়া হয়। এতে বাদ পড়েন দুর্গাপুরের শালঘোরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত বজলুর রশিদের কন্যা আয়শা আক্তার পলি।

 

তিনি অভিযোগ করে বলেন, ‘আমার বাবা একজন মুক্তিদ্ধা। আমি দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড থেকে মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ করে পরিবার পরিকল্পনা অধিপ্তরে চাকরির জন্য আবেদন করি। লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম। কিন্তু মৌখিক পরীক্ষার নামে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ না করে একমাত্র প্রার্থী হওয়া সত্তেও আমাকে নিয়োগ দেওয়া হয়নি। দেওয়া হয়েছে সাধারণ কোটা থেকে। এটি করা হয়েছে অনিয়ম করে অর্থের বিনিময়ে। অনিয়ম না হলে আমি চাকরি পেতাম। আমি এর প্রতিকার চাই। এ নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে নতুন করে প্রক্রিয়া শুরু করতে হবে। না হলে আমি আইনের আশ্রয় নিব।

 

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দুর্গাপুরের বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম হিরু বলেন, একমাত্র মুক্তিযোদ্ধার সন্তানকে যেখানে চাকরি দেওয়া হয়নি, সেকানে অনিয়ম হয়েছে বলে দরে নিতে হবে। মুক্তিযোদ্ধার কোটার কথা বলে মুক্তিযোদ্ধার সন্তানকে বঞ্চিত করা হয়, সেখানে স্বচ্ছতার কোনো প্রশ্নই আসে না। এর মাধ্যমে মুক্তিযোদ্ধার পরিবারকে হেয়প্রতিপন্ন করা হয়েছে।

 

এবিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা পরিবার পরিকল্পনা জনবল বাছাই-নিয়োগ কমিটির সদস্য সচিব ও উপ-পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন বলেন, ‘নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি। স্বচ্ছতা নিয়েও কোনো প্রশ্ন নাই। কোনো তদবির বা অর্থ লেনদেনের সুযোগ নাই।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট