# ফজলুল হক, ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নে প্রলোভন দেখিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ রবিবার (১১মে) ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে ধোবাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
গত ৯মে বিকালে উপজেলার গামারীতলা ইউনিয়নের উত্তর গামারীতলা গ্রামের আলী আকবরের ছেলে খোকন মিয়ার বিরুদ্ধে ধর্ষণকান্ডের এই অভিযোগ ওঠে। ভুক্তভোগী কিশোরীর পরিবার থেকে জানা যায়, পাশের বাড়ির আকবর আলীর বাড়ি থেকে মেয়ে প্রায়োনের সময় খবার পানি সংগ্রহের জন্য যেত। সে সুযোগে ১৫/৯/২৪ ইং কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে বসত ঘরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে নির্যাতন ও ধর্ষণ করে।
ঐ কিশোরী পরিবারের অজান্তে ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে ধর্ষক খোকন মিয়া গোপনে ছলেবলে কিশোরীর সাথে যোগাযোগ করে ৫/৫/২৫ তারিখ গর্ভপাত করার জন্য ওষুধ প্রয়োগ করে। এর পর পর শারিরীক অবনতি দেখা দিলে তার পরিবার চিকিৎসার জন্য হাসপাতালে রওনা দিলে মাঝ পথে মৃত বাচ্চার জন্ম হয়। বর্তমানে ভুক্তভোগী ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন আছে।
ভুক্তভোগীর পিতা গ্রেপ্তারপূর্বক কঠিন বিচারের দাবী জানিয়েছেন। মামলার আইও ( এস আই) আনোয়ার চিসতি জানান, মামলা রুজু হয়েছে আসামী গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে।#