ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একমাত্র ১টি গণমাধ্যমকর্মীদের প্রতিষ্ঠান “ভোলাহাট প্রেসক্লাব”। আর এই প্রতিষ্ঠানে আগামী ১০ মার্চ ২০২৫ তারিখে পবিত্র মাহে রমজানে ইফতার, দোয়া ও আলোচনা সভা পালনে মঙ্গলবার বাদ মাগরিব প্রস্তুতিমূলক সভা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়।
এলক্ষ্যে প্রেসক্লাবের সভাপতি কায়সার আহমেদের আহবানে ইফতার, দোয়া ও আলোচনা সভার প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠালগ্ন সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ডালিম, সহসভাপতি এম. এস. আই শরীফ, সাধারণ সম্পাদক শাহ্ কবির, কার্যনির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক সেলিম রেজা মুক্তা ও প্রেসক্লাব পিওন সামসুদ্দিন গরিবুল।
সভায় উপস্থিত সকল সদস্যগণ আগামী ১০ মার্চ ‘২৫ ইফতার মাহফিল আয়োজনে সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে বাস্তবায়নের উদ্দেশ্যে সকলে একমতপোষণ করে বক্তব্য রাখেন।#