প্রেস বিঞ্জপ্তি: বিশ্ব জুনোসিস দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জুনোসিস রোগ প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনারটি রবিবার রাতে অনলাইনে অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বন অধিদপ্তরের উপপ্রধান বন সংরক্ষক মোঃ জাহিদুল কবির।
আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক রোগ নিয়ন্ত্রণ শাখার এক্সপার্ট ডাঃ মুজিব রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিবিসিএফ এর প্রধান উপদেষ্টা ও বন অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম। আলোচকবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জুনোসিস হলো একটি সংক্রামক রোগ যা মূলত প্রাণী থেকে মানুষে সংক্রমিত হয়। এটি প্রধানত ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক কিংবা শৈবালের আক্রমণে হয়ে থাকে। জলাতঙ্ক, বার্ড-ফ্লু, সোয়াাইন-ফ্লু, ইবোলা ভাইরাস, অ্যানথ্রাক্স, ডায়রিয়া, নিপা ভাইরাস, কুষ্ঠরোগ এবং সাম্প্রতিককালের কোভিড-১৯ ইত্যাদি রোগসমূহকে সাধারণত জুনোসিস রোগ বলা হয়।
বক্তারা তাদের বক্তব্যে জুনোসিস রোগসমূহের সংক্রমণের ধরণ, লক্ষণ, প্রতিরোধের উপায় প্রভৃতি বিষয়ে বিশদভাবে আলোচনা করেন। যাদের বাসাবাড়িতে গৃহপালিত প্রাণী রয়েছে এবং বিশেষ করে যারা বন্যপ্রাণী উদ্ধার, চিকিৎসা ও অবমুক্তকরণ কাজের সাথে সরাসরি যুক্ত রয়েছেন; তাদের সুরক্ষা, সতর্কতা ও ভ্যাক্সিন গ্রহণের তাগিদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সাবেক উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস, বন অধিদপ্তরের উপ বন সংরক্ষক মোঃ আবুল কালাম, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা শাকিলা নার্গিস, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর মেকাট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ফিরোজ আলী, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা এর মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান চৌধুরী এবং বিবিসিএফ এর উপদেষ্টা অধ্যাপক মোঃ আকতারুজ্জামান, সহ-সভাপতি ফজলে বারী রতন, সাংগঠনিক সম্পাদক মোঃ আরাফাত রহমান ও কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন নিরাপদ নওগাঁ এর সভাপতি সাখাওয়াত হোসেন, জীববৈচিত্র্য সুরক্ষা কেন্দ্র (নাটোর) এর সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট (কক্সবাজার) এর সাধারণ সম্পাদক কায়সার মাহমুদ, বন্য পাখি সুরক্ষা ক্লাব (ঝিনাইদহ) এর সভাপতি শফিক বিপ্লব, রেমা-কালেঙ্গা বিটের পরিবেশকর্মী (সিলেট) রবি কস্তা, এনভায়রনমেন্ট ও বায়োডাইভারসিটি এ্যালায়েন্স (চট্টগ্রাম) এর প্রতিষ্ঠাতা রিফায়েত হোসাইন, যমুনা সেতু আঞ্চলিক জাদুঘর (টাঙ্গাইল) এর কিউরেটর জুয়েল রানা, বন বিভাগের ইউসুফ আলী, মুমু খিসা, মিতু, সাগর, সোহেল রানা, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির হারুন-অর-রশিদ প্রমুখ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিবিসিএফ এর সভাপতি মোঃ জিয়াউর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ। #