‘জনম জনম রাখব ধরে ভাই হারানোর জ্বালা’‘রক্ত শিমুল তপ্ত পলাশ দিলো ডাক সুনীল ভোরে/ শপথের মশাল হাতে ছুটে চল নতুন প্রাতে/ বাজা রে অগ্নিবীণা প্রাণে প্রাণে প্রান্তরে/ একুশের অমোঘ বাণী, দিয়াছে সূর্য আনি/ জীবনের অর্ঘ্য ধোয়া ওই যে ওই রুদ্র আকাশ/ ঝরাবোই স্নিগ্ধ আলো আলো আজি অঝরে।’
রক্তস্নাত ভাষা আন্দোলনের সেই স্মৃতিবহ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশের অমর চেতনায় অনুরণিত হয়ে হৃদয়ে, পোশাকে, মননে আর ¯ে¬াগানে শ্রদ্ধার ফুল নিয়ে শহীদ মিনারে মিলিত হয়,বিভিন্ন সংগঠনের শতশত মানুষ। সবার মুখেই ধ্বনিত হচ্ছিল বিষাদমাখা একুশের সেই চিরচেনা গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’।এই শোক, শ্রদ্ধা ও ভালোবাসা সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকদের প্রতি।
১৯৫২ সালের এই দিনে যাদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, আর বাঙালি পেয়েছে মায়ের ভাষায় কথা বলার অধিকার। রাজশাহীর বাঘায় উপজেলা প্রশাসনের আয়োজনে, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে ফুলের ডালা নিয়ে হাজির হন,রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের পাশাপাশি সামাজিক সাাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
বৃহসপতিবার(২১ ফেব্রুয়ারি ২০২৫) ১২টা ১ মিনিটে বাহারি রঙের থোকা থোকা ফুলের স্তবকে ছেয়ে যায় শহীদ মিনার। পুষ্পস্তবক অর্পণ করেন- উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা, বিএনপিসহ রাজনৈতিক দল, পুলিশ প্রশাসন, পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান,নাটোর পল্লী বিদুৎ সমিতি-২, ফায়ার সার্ভিস,আনসার ভিডিপি, বাঘা প্রেস ক্লাব,অফিসার ক্লাবসহ বিভিন্ন সংগঠন । পরে শহীদ মিনারে দাঁড়িয়ে নীরবতা পালন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, ডাঃ আশাদুজ্জামান, অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু,সাবেক সভাপতি সহকারি অধ্যাপক(অবঃ) জাহাঙ্গীর হোসেন, নুরুজ্জামান খান মানিক, আহ্বায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন,সাধারন সম্পাদক তফিকুল ইসলাম,সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজসহ বিএনপির আপাজ উদ্দীন,আব্দুস সালাম,শফিকুল ইসলাম, আনসার-ডিডিপি অফিসার(ভারপ্রাপ্ত) রাজন কুমার, বাঘা প্রেস ক্লাবের আব্দুল লতিফ মিঞাসহ সদস্য, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নের্তৃবৃন্দ।
সকাল ১০টায় উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “জাতীয় জীবনে একুশের চেতনা”শীর্ষক আলোচনা ও সকাল পৌণে ১১ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,সহকারি কমিশনার (ভূমি)সাবিহা সুলতানা ডলি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক(অবঃ) জাহাঙ্গীর হোসেন, অফিসার ইনচার্জ(তদন্ত)সুপ্রভাত মন্ডল,শিক্ষক বাবুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন- বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, প্রভাষক আব্দুল হানিফ মিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।
শাহদৌলা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কলেজ শহীদ মিনারে ভাষা বীরদের শ্রদ্ধা জানান। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও প্রভাষক আব্দুল হানিফ মিঞার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষক-শিক্ষার্থী।#