বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় নিয়ন্ত্রহীন মটোরসাইকেলে বৃহস্পতিবার(১০-০৪-২০২৫) ৬০ বছর বয়সের এক নারি পাথচারিসহ ৬জন আহত হয়েছে।
আহতরা হলেন-উপজেলার খায়েরহাট গ্রামের নজরুল ইসলামর ছেলে নাহিদ ইসলাম(১৭),আয়ুব আলীর ছেলে আরমান আলী(২২),পীরগাছা গ্রামের মুকুলের ছেলে তামিম (১৭)আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বির(১৭), রেজাউলের ছেলে আল আমিন(১৭) ও নারি পাথচারি তেপুকুরিয়া গ্রামের দুলালের স্ত্রী রুবিনা(৬০)। এর মধ্যে নাহিদ ইসলাম ও আরমান আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতারে পঠানো হয়েছে।
তাদের নিকট আত্নীয় সাঈদ হোসেন জানান,বৃহসপতিবার সকাল ১১ টায় খায়েরহাট গ্রাম থেকে একই মটোরসাইকেলে গোলাপনগর মেলায় যাওয়ার পথে পাইকপাড়া এলাকায় ভ্যানের পাশ কেটে যাওয়ার সময় ধাক্কায় ছিটকে পড়ে তারা আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর,চিকিৎসকের পরামর্শে তাদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর আহতদের একজন আমিন জানান,পীরগাছা গ্রাম থেকে বাঘায় আসছিলেন। পথিমধ্যে উপজেলার তেপুকুরিয়া গ্রাম এলাকায় এক নারিপথচারি মটোরসাইকেলের আগ দিয়ে পার হচ্ছিল। এ সময় নারি সাথে ধাক্কায় পড়ে গিয়ে আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসিবুল হাসান এ বিষয়টি নিশ্চিত করে জানান, উন্নত চিকিৎসার জন্য দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য,কম বয়সের যুবকরা বেপরোয়াভাবে মটোরসাইকেল চালাচ্ছিল। বলেন, অভিযোগের প্রেক্ষিতে আইনী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাঘা থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান ।#