1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে পরিত্যক্ত গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদ উদ্ধার, অবশেষে  মৃত্যু ৩২ ঘণ্টা পর তানোরে গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদ উদ্ধার কালীগঞ্জে ১০০০ জন শীতার্তদের মাঝে নাজমুল গণি লাভলুর শীতবস্ত্র বিতরণ সাপাহারে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে আত্রাইয়ে মতবিনিময় সভা  রাজশাহী নগরীর আলিগঞ্জে শ্রমিক সংগঠনের কর্মী নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার তানোরে ২৫ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ শিশু সাজিদকে খুঁজে পাওয়া যায়নি গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত  গাজীপুরের পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়  আজ নওগাঁর রাণীনগর হানাদার মুক্ত দিবস

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৫ উদযাপন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদকঃ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে আজ ২৫শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে “বিশ্ব ফার্মাসিস্ট দিবস” পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল— “Think Health, Think Pharmacists” অনুষ্ঠানের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্লা, অনুষ্ঠানের গেস্ট অব অনার মো. মিজানুর রহমান, বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেসুর রহমানসহ, বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং কেক কেটে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের তৈরি প্ল্যাকার্ড নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।

উক্ত সেমিনারে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান, সিনিয়র জেনারেল ম্যানেজার ও হেড অব প্ল্যান্ট, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং মূল বক্তা হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রফেসর ড. মো. গোলাম সাদিক।

শুরুতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্লা। এরপর তিনি এবং বিভাগীয় প্রধান সেমিনারের গেস্ট অব অনার ও মূল বক্তার হাতে ক্রেস্ট তুলে দেন। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের সহযোগী ড. মোসা: হাজেরা খাতুন। অনুষ্ঠানের পরবর্তীভাগে সেমিনারের গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন মো. মিজানুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়-পরবর্তী চাকরিজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের জন্য মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে তিনি সেমিনারকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যমণ্ডিত করে তোলেন।

পরবর্তী বক্তৃতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রফেসর ড. মো. গোলাম সাদিক ফার্মাসিস্টদের ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপথ নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের জন্য মূল্যবান দিকনির্দেশনা তুলে ধরেন। শেষে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্য রাখেন ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেসুর রহমান।

এছাড়াও বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে খড়খড়ি বাজারে সারাদিনব্যাপী হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্লাজায় শিক্ষার্থীরা তাদের তৈরি পোস্টার প্রদর্শন করেন, যা দিবসের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করেছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিভাগের অ্যালামনাইদের উপস্থিতিতে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত ও সার্থক হয়ে ওঠে। পুরো আয়োজনের সহযোগিতায় ছিলেন ফার্মা-বি ক্লাবের ২১তম কমিটির প্রতিনিধিগণ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট