1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও তুমলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক  আত্রাইয়ে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন শেখ মো. আলাউল ইসলাম পুঠিয়ায় সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, আটক ৪ ফতুল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় ছেলেকে তুলে নিয়ে ছুরিকাঘাত নওগাঁয় ডিলার ও মিলার নিবন্ধন কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় ফ্যামিলি স্মার্ট কার্ডের পণ্য প্রকৃত কার্ডধরিীদের অনেকে পায়নি, অনিয়মের অভিযোগ এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে ড. আব্দুর রহমান মুহসেনী চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী সাংবাদিকদের সাথে মতবিনিময়  অপরাধঃ জালিয়াতির করে একই পরিবারের নামে বিএডিসির ৪ ডিলার! বেগম জিয়া দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন, বাঘায় দোয়া মাহফিল ও কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে চাঁদ

বরগুনায় বাব ছেলের নামে ফেসবুকে মিথ্যা মানহানিকর পোস্ট দেওয়ায় সাইবার ট্রাইব্যুনালে মামলা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৩৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিনিধি, বরগুনা:

বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠী গ্রামের মো: দেলোয়ার হোসেন (৫২) নামে এক ব্যক্তি ফেসবুকে মিথ্যা ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে বরিশালের সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। মামলার নম্বর সাইবার পিটিশন মামলা নং ৭৬/২০২৫।

এতে প্রধান আসামী করা হয়েছে মো: জহিরুল মল্লিক (২৫), পিতা মো: আমিনুল ইসলাম ওরফে ইউনুস মল্লিককে। দ্বিতীয় আসামী হিসেবে রয়েছেন তার বাবা মো: আমিনুল ইসলাম ইউনুস মল্লিক (৫৪), যিনি ফুলতলা বিকাশ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির নামে মিথ্যা ও বানোয়াট পোস্ট প্রকাশ করেন জহিরুল মল্লিক। উক্ত পোস্টটি পরে তার বাবা ইউনুস মল্লিক নিজ প্রোফাইল থেকে শেয়ার করেন। ভুক্তভোগী আনোয়ার বর্তমানে রেলওয়ের একজন কর্মচারী।

উল্লেখ্য, আনোয়ার একজন মুক্তিযোদ্ধা সন্তান। তিনি স্থানীয়ভাবে একজন সুনামধন্য ব্যক্তি হিসেবে পরিচিত। তার ভাই দেলোয়ার হোসেন এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাইবার আইনে মামলা দায়ের করেন। এজাহারে আরও বলা হয়, আসামিরা দীর্ঘদিন যাবত এলাকার বিভিন্ন অপকর্মে জড়িত। তাদের বিরুদ্ধে রয়েছে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার একাধিক অভিযোগ। এরা এলাকার চিহ্নিত সাইবার সন্ত্রাসী ও প্রতারক বলেও উল্লেখ করা হয়েছে।

বাদির দাবি, আসামিদের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তারা প্রভাব বিস্তার করে যাচ্ছে এবং এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করছে। এছাড়াও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পূর্ব থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিল, যা স্থানীয় থানার মাধ্যমে শালিস প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও, আসামি পক্ষের গড়িমসিতে তা সম্ভব হয়নি।

মামলার আবেদনপত্রে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৫(২), ২৬(২), ২৯, ৩১(২) ও ৩৩(২) ধারায় আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। একইসাথে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ করা হয়েছে। বরিশালের বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট