1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধাকে ১ লাখ টাকা চেক হস্তান্তর  শিবগঞ্জে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত ও সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে উপজেলা প্রশাসন খুলনায় কৃষি-শিল্প-পাট-সুন্দরবন রক্ষায় বাজেটে পর্যাপ্ত বরাদ্দের দাবি পত্নীতলায় তীব্র গরমে তৃষ্ণার্ত মানুষের পাশে এজেড মিজান ক্রােইম: বাঘায় ব্যবসায়ী খুন! আত্নগাপনে সৎ ভাই বিভাগীয় পরিচালক কর্তৃক শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিস পরিদর্শন কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার স্ত্রী ও দুই সন্তানকে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে স্ত্রীর মৃত্যু কুষ্টিয়ায় সড়ক প্রকল্পের কাজে অনিয়মের প্রমাণ পেল দুদক: হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে পিচ  রাজশাহী জেলা গণধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন

পোরশায় মুকুলে-মুকুলে ভরেগেছে আমগাছ

  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পোরশা(নওগাঁ)প্রতিনিধি: মোঃ কামরুজ্জামান সরকার বাবু:- নওগাঁর পোরশায় মুকুলে-মুকুলে ভরেগেছে আমগাছ। বাগানগুলি থেকে বের হচ্ছে মুকুলের মৌ-মৌ গন্ধ। আমগাছ গুলিতে দেখা যাচ্ছে শুধু মুকুল আর মুকুল। ডালে-ডালে লক্ষ্যকরা যাচ্ছে দৃশ্যমান সোনালী মুকুলের আভা। মুকুলের ভারে আমগাছ গুলির মাথা নুয়ে পড়ার উপক্রম। গাছে মুকুলের সমারোহ দেখে বাগান মালিক এবং আম চাষীরাও বেশ খুশি।

অধিক ফলনের আশায় বিভোর বরেন্দ্র অঞ্চল খ্যাত এ উপজেলার আমচাষী আর বাগান মালিকরা। আবহাওয়া অনূকুলে থাকলে চলতি মৌসুমে আমের উৎপাদন বেড়ে যাবে বলে আশা করছেন তারা।

তেঁতুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও বাগান মালিক শহিদুল ইসলাম, গবিরা কুড়ি গ্রামের বাগান মালিক সবুর মাস্টার, পশ্চিম রঘুনাথপুরের আমচাষী মহসীন আলী জানান, তারা দির্ঘ্যদিন আম চাষ করছেন। আবহাওয়া ভাল থাকলে এবং আমের দাম ঠিক পেলে লাভ হবে বলে তারা জানান।

জালুয়া গ্রামের আমচাষি মোকছের আলী জানান, আবহাওয়ার কোন বিপর্যয় না হয় তাহলে প্রচুর আম উৎপাদন হবে বলে তিনি জানান। আর দাম পেলে এ উপজেলায় আরো আম চাষ হবে বলে তিনি জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রশিদ জানান, এ উপজেলায় প্রতি বছর আমের উৎপাদন বড়েই চলেছে। নওগাঁ জেলার মধ্যে এ উপজেলায় সব চাইতে বেশি আম চাষ হচ্ছে। এবারে এ উপজেলায় আম চাষ হচ্ছে ১০হাজার ৬৫০হেক্টর জমিতে। তবে সাধারনত ডিসেম্বর মাসে আমগাছ গুলিতে মুকুল আসে এবার ফেব্রæয়ারীতে মুকুল এসেছে। তারপরেও ব্যাপকহারে মুকুল আসায় এর পরিমান ধারা হয়েছে ৯০%। তারপরেও লক্ষ্যমাত্রা ছড়িয়ে যাবে বলে তিনি আশা করছেন।

এখানে উৎপাদিত আমের চাহিদা দেশে এবং দেশের বাইরে বেশ ভাল। এ উপজেলার আম চাষিরা সবাই বানিজ্যিক ভিত্তিতে আমচাষ করছেন। ফলে তারা আম চাষে দক্ষ হওয়ায় আমের প্রতিবছর উৎপাদন ভাল হয়। সে লক্ষে্য চাষিদের উৎসাহ দিচ্ছেন তারা বলে জানান তিনি।

তিনি আরো জানান, আবহাওয়া এখন পর্যন্ত ভাল রয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে এবছর পোরশায় আম উৎপাদন লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাবে এবং চাষিরা আমের ভাল দাম পাবেন বলে তিনি আশা প্রকাশ করছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট