এস এম মনিরুজ্জামান আকাশ, পাবনা জেলা প্রতিনিধি: পাবনা জেলার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের রেলবাজারস্থ মানবসেবা উন্নয়ন সংস্থার প্রকল্পের অর্থায়নে ১০ জন দরিদ্র নারীকে গরু পালন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে একটি করে গরু দেওয়ার কথা ছিলো। কিন্তু প্রশিক্ষণ শেষে ১০ নারীকে রশি ধরিয়ে ফটোসেশান করা হলেও গরু গুলো ফেরত নেন স্থানীয় মানবসেবা উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক এম, এস, আলম বাবলু।
প্রশিক্ষণ নেওয়া ভূক্তভোগী নারীদের এবং গরু পরিবহণে ব্যবহৃত গাড়ির চালক সূত্র প্রকল্প বাস্তবায়নের নামে প্রতারনা মূলক ঘটনাটির সততা মিলেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় চলতি অর্থ বছরে চাটমোহর উপজেলার রেলবাজার এলাকার স্থানীয় ‘মানবসেবা উন্নয়ন সংস্থা’ অনুকূলে ৫ লাখ টাকা বরাদ্দে একটি প্রকল্প অনুমোদন করা হয়। সেই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে গণ্যমান্য লোকজনকে ডেকে এনে রীতিসই আনুষ্ঠানিকভাবে মানবসেবার নামে প্রতারণার নতুন রেকর্ড গড়েছেন ‘মানবসেবা উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক এম, এস, আলম বাবলু।
এ প্রসঙ্গে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর উপ-মহাব্যবস্থাপক (কর্মসূচি) মোস্তফা কামাল ভূঞা বলেন, ‘বিশেষ প্রকল্পের আওতায় ‘মানবসেবা উন্নয়ন সংস্থা’ নামের এনজিওকে আমরা ৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছি। তার মধ্যে প্রথম অবস্থায় ৩ লাখ টাকা দিয়েছি। কার্যক্রম সন্তোষজনক রিপোর্ট পেলে তাকে বাকি ২ লাখ টাকা দেওয়ার কথা রয়েছে।’
এ অভিযোগের ব্যাপারে মানবসেবা উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক এম, এস, আলম বাবলু বলেন, ‘প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের বাড়িতে গোয়ালঘর নেই। ফলে তাদের গোয়ালঘর তৈরি না হওয়া পর্যন্ত বাছুর গরু গুলো রক্ষণাবেক্ষণের জন্য মথুরাপুর খামারপাড়ায় আমার ভাড়া করা গোয়ালে রাখা আছে।’ এখন প্রশ্ন হলো তাহলে শুধু ফটোসেশানের উদ্দেশ্য কি? এমন প্রশ্নের সন্তোষজনক উত্তর এম, এস, আলম বাবলু দিতে পারেননি।#