পঞ্চগড় প্রতিনিধি: ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ মে) সন্ধ্যা ৬ টায় জেলার বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শিকারপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত নজরুল ইসলাম বোদা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হন। চন্দনবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, “চন্দনবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বোদা উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে।#