# রায়পুরা, নরসিংদী প্রতিনিধি ঃ নরসিংদী রায়পুরা উপজেলার নিলক্ষা আতস আলী বাজারে জমি দখল নিয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, জেলা পরিষদের সদস্য শওকত আলী মাস্টারের ছেলে নরসিংদী জেলা পরিষদের সাবেক সদস্য রাজীব আহমেদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন নিলক্ষা ইউনিয়ন বিএনপি সভাপতি আলী আজগর মোল্লা ।
ভুক্তভোগী রাজীব আহমেদ জানান, জমিটির মালিকানা ও কাগজপত্র তার নামে বৈধ এবং তিনি মনির নামের একজনের কাছে জমি বিক্রি করেছেন। তবে আলী আজগর মোল্লা দাবি করছেন, তিনি রাজীবকে ৫০ লক্ষ টাকা দিয়ে জমিটি বন্ধ হিসাবে নিয়েছেন এবং সেই কারণেই সাইনবোর্ড লাগিয়ে জমি দখলে নিয়েছেন।
এদিকে মনির বলেন, তিনি বৈধভাবে জমি কিনেছেন কিন্তু আলী আজগর মোল্লা জোরপূর্বক দখল করেছেন। স্থানীয় বিএনপি নেতা রাজু আহমেদ বলেন, জমির বিষয়ে কোনো লিখিত প্রমাণ নেই এবং বিএনপির নাম ভাঙিয়ে দখলের অভিযোগ উঠেছে।
বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও রায়পুরার এমপি প্রার্থী আশরাফ উদ্দিন বকুল জানান, দলীয় নাম ব্যবহার করে জমি দখলের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জমিটির মালিক হিসেবে রাজীব আহমেদের নাম উল্লেখ করেছে। আলী আজগর মোল্লা জমি বন্ধকের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তদন্ত ও আইনগত ব্যবস্থা দাবি করছেন এলাকাবাসী।#