নরসিংদী প্রতিনিধি:
ড্রিম হলিডে ওয়াটার পার্কের পানিতে একটি বাচ্চা ছেলে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তার স্বজনরা বাচ্চাটিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে অনেকেই ফেসবুকে বিভিন্ন পোস্টে ঘটনা জানতে চেয়েছেন।
গাজীপুরের একটি স্কুল থেকে প্রায় দেড় শতাধিক বাচ্চা ও অভিভাবকরা আজ ড্রিম হলিডে পার্কে ঘুরতে আসেন। ঘটনা সময় কিছুটা মানসিক ভারসাম্যহীন বাচ্চার বাবা ওয়াটার পার্কের উপরে বসা ছিল। বাচ্চার চাচার সাথে মা পানিতে নেমে ছিলেন। ঘটনার সময় বাচ্চার মা ও চাচা পাশেই ছিলেন এরই মধ্যে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়লে আশপাশের লোকজন তাকে কোলে তুলে নেন। বাচ্চাটির অসুস্থ হওয়ার স্থান থেকে ৫ /৭ ফিট অদূরে ছিল তার মা ও চাচা। ঘটনার পর তার মা চাচা, চাচি, তাকে হাসপাতালে নিয়ে যান। যে স্থানটিতে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে ওই স্থানে পানির গভীরতা দেড় থেক দুই ফিট।
শিশু বাচ্চাটির অকাল মৃত্যুতে পার্ক কর্তৃপক্ষ সমবেদনা জ্ঞাপন করেন। তবে অভিভাবকরা মরদেহটি তাৎক্ষণিক সদর হাসপাতাল থেকে গাজীপুর নিয়ে যান।#