# মোঃ ফিরোজ হোসেন
আত্রাই( নওগাঁ) প্রতিনিধি……………………………………
নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষা সফর ও মাসিক সুমন্বয় সভা অনুষ্ঠিত৷
বুধবার ১৫ জুন সকালে উপজেলার পতিসর রাবিন্দ্রনাথ ঠাকুরের ডাক বাংলা হলরুমে ফিল্ড সুপারভাইজার মাওলানা মোহাম্মদ মাজেদুর রহমান এর সঞ্চালনায় শিক্ষা সফর ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত৷
নওগাঁ জেলা আত্রাই উপজেলার ইফাঃ সকল শিক্ষক, শিক্ষীকা দেরকে নিয়ে উপজেলার কবি গুরু রাবিন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি পতিসরে শিক্ষা সফর ও মাসিক সমন্বয় সভা অনিষ্ঠত হয়েছে৷সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম আত্রাই৷
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ গোলাম মুস্তফা উপপরিচালক ইসলামিক ফাউণ্ডেশন নওগাঁ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আকবর হোসেন ফ্লিড সুপার ভাইজার ইসলামিক ফাউণ্ডেশন নওগাঁ, মোঃ মুসা ফ্লিড সুপার ভাইজার রাণীনগর, মোঃ হযরত আলী ফ্লিড সুপার ভাইজার নিয়ামতপুর, মোঃ আনোয়ার হোসেন ফিল্ড সুপার ভাইজার মান্দা্ মোঃ সালেহ আহমেদ আব্দুল্লাহী কাফি কমপিটার ম্যান নওগাঁ সদর,মাষ্টার টেইনার আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মাছুম বিল্লাহ।
বক্তব্য রাখেন মোঃ আবুল হোসেন, এমসি আত্রাই মোঃ মহাসিন আলী চরকজান এমসি রাণীনগর,উপজেলা ইফাঃ, মোঃ আঃ রাজ্জাক জিসি,মোঃ রেজাউল ইসলাম জিসি,মাওঃ মোঃ আঃ জলিল জিসি,ইফাঃ আত্রাই, উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ অর্থ ও দপ্তর সম্পাদক আত্রাই প্রেসক্লাব, শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মোঃ রফিকুল ইসলাম, ও সাধারণ সম্পাদক মোঃ হাই আল হাদি৷ উক্ত মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তিতায় জনাব মাওলানা মোঃ মাজেদুর রহমান বলেন, সামপ্রদায়ীক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় সে জন্য সকল কে সজাগ থাকতে হবে৷
আমরা আল্লাহর হুকুম মেনে চলবো৷ আমরা সবাই অংশ নিবো, সমাজে বাল্যবিবাহ, মাদকাসক্ত, ইভটিজিং, জঙ্গীবাদ দুর করার জন্যে বিভিন্ন দিক নিয়ে নিয়ে আলোচনা করা হয় এবং এই বিষয়ে সবাইকে সচেতন করতে আত্রাই উপজেলার ঈমাম ও ইফার শিক্ষকদের কে পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠান্টি দোয়ার মাধপমে সমাপ্ত করা হয় এবং দেশবাসীর শান্তি কল্যান কামনা করে দোয়া করা হয়।
আরজা/১৫