# ফজলুল হক, ধোবাউড়া ( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ধোবাউড়া সরকারী আদর্শ ডিগ্রী কলেজ যাতায়াতের রাস্তার সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
সংস্কার কাজে ব্যবহৃত উপকরণ সামগ্রী নিম্নমানের হওয়ায় টেকসই ও স্থায়িত্বতা নিয়ে সংশয় দেখা দিয়েছে । এছাড়া রাস্তাটি সংস্কারে দায় সারা কাজ করে যাচ্ছে টিকাদারী প্রতিষ্ঠান। ইস্টিমেট অনুযায়ী কাজ না করে নিজেদের খেয়াল খুশীমত কাজ করছে। ছাত্র ছাত্রীদের চলা চলের রাস্তাটিতে সিসি ডালায়ে রড কম দেয়া, সিমেন্ট যে পরিমাণ দেয়ার কথা তা দেয়া হচ্ছে না। এ ছাড়াও নিম্নমানের বালু, সুরকীতে প্রচুর পরিমাণে ডাস্ট, নিম্নমানের টাইলস, পুড়াতন ইটের ব্যবহার করায় রাস্তার টেকসই নিয়ে সংশয় দেখা দিয়েছে।
সরে জমিনে গিয়ে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে (২০ লক্ষ টাকা রাদ্দে) কাজটি পায় রৌদ্র এন্টাপ্রাইজ, আদর্শ সরকারি মহিলা কলেজ চলাচলের জন্য পাকা রাস্তাটি সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে । প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে ডালায় রাস্তাটি সহ শহীদ মিনার ও মঞ্চের কাজ রয়েছে।
সংস্কারের কাজ শুরু হয় গত ১ সপ্তাহ আগে । সংস্কার কাজের ঠিকাদার প্রভাব খাঁটিয়ে নির্মাণ কাজের সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে নিজ খেয়াল খুশিমত নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহার করে সংস্কার কাজ করার অভিযোগ করেছেন অনেকেই । চলতি অর্থবছরে এই কাজে ঢালাইয়ে ব্যবহৃত যে পরিমাণ রড ব্যবহার করার কথা তা না করে নামে মাত্র রড ব্যবহার করা হয়েছে।
দায়িত্ব প্রাপ্ত প্রধান রাজমিস্ত্রী শামীম মিয়া উত্তর না দিয়ে টিকাদারের সাথে যোগাযোগ করতে বলেন। এ বিষয়ে সাব- ঠিকাদার মো: রানার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, হাতের কাজ একটু এদিক সেদিক হতে পারে।
এ বিষয়ে কলেজের ভার-প্রাপ্ত অধ্যক্ষ পল্লব সেন জানান মুলদায়িত্ব ঠিকাদারের এর পরেও খবর নিচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিনের কাছে অনিয়মের বিষয়টি জানতে চাওয়া হলে তিনি খতিয়ে দেখবেন বলে জানান।#