 
																
								
                                    
									
                                 
							
							 
                    
 ফজলুল হক, ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিন মাইজ পাড়া পশ্চিম সোহাগী পাড়া গ্রামে যুবককে ডেকে নিয়ে ছু/রিকা/ঘা/তে এরশাদ(৩২) কে হ/ত্যা/ করেছে। সে সৌহাগীপুর গ্রামের হাসেম আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে এরশাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে নেওলার খাল নামক স্থানে পৌঁছালে পিছন থেকে ছু/রি/কা/ঘা/তে নি/হ/ত হন। সকালে মুসুল্লীরা নামাজ শেষে ফেরার পথে লা/শ পড়ে থাকতে দেখে ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে পুলিশকে খবর দিলে লা/শ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
নি/হ/তের ম/র/দে/হ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অনেকেই এলাকায় বলা বলি করছে।একই এলাকার আসাদুল, মানিক, সাগর এর সাথে পূর্ব শুক্রতার অভিযোগ উঠেছে গংদের বিরুদ্ধে।
এবিষয়ে ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ আল মামুন সরকার এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, পূর্বশু/ত্রু/তার জেরে এমন ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে। তবে তদন্ত শেষে আসল ঘটনা বেড়িয়ে আসবে। আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।#