# ধোবাউড়া ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় ব্র্যাক অফিস হলরুমে, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি গ্র্যাজুয়েশন সিরমনি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (০৭ অক্টোবর) অনুষ্ঠিত সিরিমনিতে ব্র্যাক সেলফ কর্মসূচি ২০২৩ সাল থেকে ১৩ থেকে ১৭ বছর বয়সী স্বপ্ন সারথি কিশোরীদের নিয়ে ২৭ টি জীবন দক্ষতা মূলক সেশন করছে।
আজকে যারা বাল্য বিয়ে নামক ব্যাধি থেকে নিজেদের মুক্ত রেখে ১৮ বছর পূর্ণ করেছে সেই সকল স্বপ্ন সারথি কিশোরীদের নিয়ে গ্র্যাজুয়েশন সিরমনি অনুষ্ঠানে গ্র্যাজুয়েট কিশোরীদর ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ১৮ বছর বয়সে পা রাখা কিশোরীরা ভবিষ্যতে বড় হয়ে কে কি করতে চায় তার অভিব্যক্তি জানান।
২৪ জন কিশোরীদের কে ফুলেল শুভেচ্ছায় গিফট ও সনদ প্রদান করেন। উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলন,জেলা ব্যবস্থাপক মো: নুরুজ্জামান,কর্মসূচীর ডেপুটি ম্যানেজার নাজিবুল হক,অতিথি ছিলেন, সহকারী কমিশনার ( ভূামি) নুসরাত জাহান অনান্যা,মহিলা বিষয়ক অফিসার সাজেদা আফরিন,সমাজ সেবা অফিসার আজিজুল হালিম,সেল্প অফিসার মাকসুদা শাহী,শারমীন আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।#