# ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া কেষিয়াপাড়া গ্রামে ঘটেছে এক মর্মান্তিক হত্যাকাণ্ড। পারিবারিক কলহের জেরে স্বামীকে নির্মমভাবে কুড়াল দিয়ে মাথায় আঘাত ও পেনিস কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী রাজির বিরুদ্ধে। স্ত্রী রাজিয়াকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে কেষিয়াপাড়া এলাকার একটি বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে স্ত্রী রাজিয়া স্বামীর মাথায় কুড়ালের আঘাত ও পেনিস কাটে।এতে অতিরিক্ত রক্তক্ষরনে ঘটনাস্থলেই বাবুল মিয়া, (৫৫) এর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার দিন শনিবার ভোরে স্থানীয়দের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বসত ঘর থেকে রক্তমাখা লাশ উদ্ধার করে এবং স্ত্রী রাজিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।
প্রতিবেশী সাদেকুর ও সোহাগ জানান, দীর্ঘদিন যাবৎ স্বামী স্ত্রীর মাঝে বনাবত নাই প্রায় সময় ঝগড়া লাগত। পাশাপাশি তার পোলাপান মার পক্ষে ছিল। নিহতের ভাই নজরুল ইসলাম জানান, ঘরে তারা দুইজন ছাড়া কেউ ছিলনা, ধারণা করা হচ্ছে তার স্ত্রী হত্যা করেছে।
এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এর সুষ্ঠু বিচার দাবী করেছেন।
এবিষয়ে ধোবাউড়া থানা (ওসি) তদন্ত মোজাম্মেল হক বলেন, পারিবারিক কলহের কারনে এমন হত্যাকান্ড ঘটতে পারে। তবে তদন্ত শেষে বিস্তারিত আরো জানাতে পারব।#