নজিস্ব প্রতবিদেক……………………………………….
বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক, শিক্ষানুরাগী, বাংলাদেশ কয়লা আমদানিকারক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, প্রখ্যাত কলামিস্ট ও দৈনিক জনতা’র প্রকাশক সৈয়দ মোঃ আনোয়ার হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহীর বাগমারা উপজেলা রিপোর্টার্স ইউনিটি। (মঙ্গলবার ১১ই অক্টোবর) সকালে বাগমারা রির্পোটারস ইউনিটির সভাপতি সাংবাদিক নাজিম হাসান এক শোক বার্তায় কলামিস্ট সৈয়দ আনোয়ার হোসেনের শোকসন্তপ্ত পরিবার-স্বজন ও অগনিত পাঠক সমাজের প্রতি তিনি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
শোক বার্তায় সাংবাদিক নাজিম হাসান বলেন, সৈয়দ মোঃ আনোয়ার হোসেন এর মৃত্যুতে দেশের সাংবাদিকতার অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো। তিনি তাঁর কর্মের মাধ্যমে আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তিনি বিশ্ব সাহিত্য অনুবাদ করে সুলভে পাঠকের কাছে পৌঁছে দেয়ার পাশাপাশি একটি বিশাল পাঠক শ্রেণী সৃষ্টি করে বাঙালির আধুনিক মনন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন।
এছাড়া দৈনিক জনতার প্রকাশক সৈয়দ আনোয়ার একজন দানশীল ও পরোপকারী ব্যক্তি ছিলেন। কর্মের মাধ্যমেই তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। উল্লেখ্য, রোববার দুপুর ১টা ৩৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।#