1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আশরাফুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন নরসিংদীর লাইফ কেয়ার হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক আটক ​ ডিবিসি’র সাংবাদিক সাজুর উপর হামলার প্রতিবাদে পত্নীতলায় মানববন্ধন রূপসায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা আটোয়ারীতে অবৈধভাবে সার পাচারের দায়ে জরিমানা শ্যামনগরে যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন শেখ নাজমুল হক শিবগঞ্জে বিদেশে পাঠানোর নামে প্রতারক তরিকুল  কৌশলে হাতিয়ে নিয়েছে প্রায় সাত লক্ষ টাকা আড়ানী পৌরসভার তহবিল থেকে  টাকা আত্নসাত ও ভ্যাট ও ট্যাক্স ফাঁকির  অভিযোগে  সাবেক মেয়র মুক্তারসহ  আট জনের বিরুদ্ধে মামলা শিবগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে দুইদিনব্যাপী কর্মসূচি বিএনপির রাজশাহীর পবাতে  ভাতিজার হাতে ফুফু খুন

ডিবিসি’র সাংবাদিক সাজুর উপর হামলার প্রতিবাদে পত্নীতলায় মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর সাবরেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহে গেলে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ কে সাজুর উপর  সন্ত্রাসী হামলার প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। শুক্রবার সকাল সাড়ে দশটায় পত্নীতলার নজিপুর বাসস্ট্যান্ডে সকল স্তরের সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সাংবাদিক মাহমুদুন্নবী’র সঞ্চালনায় মনিরুজ্জামান মিলন চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক মাসুদ রানা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোট নওগাঁর সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বেলাল, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাসান শাহারিয়ার পল্লব , রবিউল ইসলাম, মোকছেদুল ইসলাম,  ধামইরহাট থেকে শহিদুল ইসলাম, উজ্জল হোসেন, এশিয়ান টিভির বদলগাছি প্রতিনিধি বুলবুল আহম্মেদ বুলু, সৈকত হোসেন, জামিল আহম্মেদ, মামুনুর রশীদ  প্রমূখ।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক একে সাজুর উপর হামলাকারী দলিল লেখক  সমিতির দালাল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানিয়ে বলেন,প্রতিটি সরকারি অফিসই একটা নির্দিষ্ট নিয়মে চলে কিন্তু মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে গত কয়েকদিন ধরে রাতভর জমি রেজিস্ট্রি হয়ে আসছিল । গত কয়েকদিনে মহাদেবপুরের সাবরেজিস্ট্রার মুক্তি আরা যে সমস্ত দলিল মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসের সম্পাদিত হয়েছে তা নিয়মবহির্ভূত বলে উল্লেখ করে মুক্তি আরার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চান বক্তারা।

বক্তারা আরো বলেন, দুষ্কৃতিকারীরা সাংবাদিকদের উপরে হামলা করে তাদের অন্যায় অনিয়ম ঢাকার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত সারাদেশেই সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটে চলছে প্রতিনিয়ত, এসব দুষ্টিতকারীদের যথাযথ শাস্তির ব্যবস্থা না করলে অন্যায় অনিয়ম যেমন বাড়বে তেমনি সাংবাদিকরাও আরো হুমকির মধ্যে পড়বেন বলে আশঙ্কা করেন বক্তারা ।

বক্তারা আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি সকল এজহার ভূক্ত আসামীদের গ্রেফতার না করা হয় তাহলে কঠোর থেকে কঠোর আন্দোলনে যাওয়া হবে।  এসময় সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা আইনের বাস্তায়ন করার দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ২৭ আগষ্ট নওগাঁ জেলার মহাদেবপুর সাবরেজিস্ট্রি অফিসের নানা অনিয়ম ও দুর্নীতির  তথ্য সংগ্রহে গেলে ডিবিসি নিউজ এর নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক একে সাজুর উপর হামলা চালান দলিল লেখক এর কিছু সন্ত্রাসীরা। এ সময় সাংবাদিক এ কে সাজুর ক্যামেরা মোবাইল ফোন এবং সাংবাদিক পরিচয় পত্র ছিনিয়ে নেন দুষ্কৃতিকারীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট