1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলাহাটের বিএনপি নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন জামিনে মুক্তি পেলেন সৌহার্দ্য বিশ্বাস এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করায় খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থীর শুভেচ্ছা বাঘার এক কলেজে জালিয়াতির মাধ্যমে নিয়োগের চেষ্টা, মামলায় কারাগারে তিনজন  ধোবাউড়ার ষ্টেডিয়াম চৌরাস্তা (সদর বিলপাড়) ভায়া রুস্তম মেম্বারের বাড়ি পর্যন্ত দু’ কিলো মিটার মাটির সড়কে ভোগান্তির শেষ নেই  তানোরে নাবিল গ্রুপের মুরগির বিষ্ঠা ফেলে পরিবেশ দূষণ, মারাত্মক দুর্গন্ধ, চাষাবাদ ব্যাহত তানোরে গভীর রাতে মুরগির বিষ্টা ফেলে পরিবেশ দূষণ, গ্রামবাসীর হাতে আটক দুই ট্রাক শ্যামপুর চিনিকলে সাংবাদিকের প্রাণনাশের হুমকি পঞ্চগড়ের সদরে শিশুদের ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব: হামলার অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭ দশমিক ৬৩ নিয়ে এবারও মেয়েরা এগিয়ে আত্রাইয়ের ‘নার্সারি গ্রাম’ মধুগুড়নই: চারপাশে সবুজের সমারোহ

জীবন যেখানে যেমনঃ জীবিকার খোঁজে ভারতে অবৈধ পাড়ি, ২০ বছর পর ঠাঁই হলো বাংলাদেশে বিএসএফ এর পুশ ইন এর কারণে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি: আজ বুধবার ২২ মে পঞ্চগড় সীমান্তে জয়ধর ডাঙ্গা বড়বাড়ি এলাকায় নারী পুরুষ শিশুসহ ২১ জনকে বাংলাদেশ সীমান্তে পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তার মধ্যে একজন খুলনার আলেয়া বেগমের (৫৫) জীবনটা সাদামাটা ছিল না। দুই দশক আগে জীবিকার খোঁজে বাংলাদেশ থেকে পাড়ি দিয়েছিলেন ভারতের গুজরাট রাজ্যে। পেছনে ফেলে এসেছিলেন ভাঙা সংসার, একাকীত্ব আর নিদারুণ অনিশ্চয়তা।

গুজরাটের সুরতের একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে নতুন জীবন শুরু করেন। সময়ের সাথে সেখানে গড়ে তুলেছিলেন ছোট একটি পরিবার। দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ সুখের খোঁজে ছিল তার দৈনন্দিন সংগ্রাম। কিন্তু ২১ মে ২০২৫ সেই সংগ্রাম ভেঙে চুরমার হলো। আচমকাই গুজরাট পুলিশ এসে তাদের তুলে নেয়। কিছু না জানিয়ে বিমানে চাপিয়ে নিয়ে যাওয়া হয় কলকাতায়। সেখান থেকে রাতের আঁধারে বাসে চেপে ঠাঁই হয় পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে। পরদিন রাতেই ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আলেয়া বেগম ও তার পরিবারের ছয় সদস্যকে কোনো রকম আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশের মাটিতে ঠেলে দেয় যাকে সীমান্ত ভাষায় বলা হয় ‘পুশ-ইন’।

তাদের মতো একই ভাগ্য বরণ করেছেন স্বপ্না বেগম নামের আরেক নারী, যিনি তিন মেয়ে নিয়ে দীর্ঘদিন ভারতের অভ্যন্তরে বসবাস করছিলেন। স্বামী ফরহাদ ভাঙরি দোকান চালিয়ে সংসার চালালেও এই ফিরতি যাত্রায় ছিলেন না। স্বপ্নাও ‘পুশ-ইন’-এর শিকার হন তিন মেয়েকে নিয়ে।

বিজিবির সূত্রে জানা গেছে, ওই রাতেই মোট ৪টি পরিবারের ২১ জন বাংলাদেশিকে সীমান্তের বড়বাড়ি গেট দিয়ে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। এরপর বিজিবি তাদের আটক করে এবং জিজ্ঞাসাবাদ শেষে স্থানীয় থানায় হস্তান্তর করে। বর্তমানে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় কৃষক তমিজ উদ্দিন বলছিলেন, “সীমান্তের পাশে আমাদের জমি। প্রতিদিন গরুর জন্য ঘাস কাটতে যেতাম, কিন্তু এখন আর সাহস পাই না। কবে কার মাথায় কী হয় বলা যায় না।”

এ বিষয়ে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, “বিএসএফ চাইলে আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করতে পারত। আমরা পতাকা বৈঠকে এর ব্যাখ্যা চেয়েছি। সীমান্তে বিজিবি ২৪ ঘণ্টা টহল দিয়ে সতর্ক রয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত ওসি) এইচ এস এম সোহারাওয়াদী জানান, বিজিবি ২১জনকে আটক করে থানায় সোপর্দ করেছে৷ তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা প্রক্রিয়াধীন৷ #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট