মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নদীর পানি বেড়ে যাওয়ায় ভাঙন বেড়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কল্যানপুর এলাকায় নদীর তীরবর্তী এলাকায় বসবাসরত এই মানুষগুলো তাদের বহুকালের ভিটামাটি বাড়িঘর ও জমিজমা হারানোর ঝুঁকিতে পড়েছেন। এতে আতঙ্কে রয়েছেন ওই গ্রামের বড় একটি অংশ।
এ দিকে কল্যানপুর এলাকায় নদীর কবলে পড়া বাসিন্দাদের আকুতি, এবার ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেয়া হোক। তা না হলে নিঃস্ব হয়ে পড়বে আরও শতাধিক পরিবার।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, ‘এ পর্যন্ত এই এলাকায় শতাধিক পরিবার ঘর-বাড়ি হারিয়েছে। কেউ আবার ভিটে মাটি ছেড়ে চলে যাচ্ছে আত্বীয় স্বজনদের বাসায় আশ্রয় নিতে। আমরা চাই দ্রুত এসব এলাকায় ভাঙনরোধে কাজ করা হোক। ভুক্তভোগীদের দাবী রাবার ড্যাম নির্মান হওয়ায় নদীতে পানি বেশি থাকছে এবং আশেপাশের বাড়ি গুলো নদীতে তলিয়ে যাচ্ছে।
ভুক্তভোগী এলাকাবাসীরা জানান, এবার বর্ষা শুরুর আগেই উজানের ঢলের ভাঙনে ভিটেমাটি হারিয়েছে অনেকেই। বছরের পর বছর ধরে অব্যাহত ভাঙনে শতাধিক পরিবার নিঃস্ব হলেও তাদের অভিযোগ সরকারি কোনো ব্যবস্থা নেওয়া হয়না। এমতাবস্থায় সোমবার (২১ জুলাই) বিকালে ওই গ্রামের ভেঙে যাওয়া বাড়িঘরগুলো পরিদর্শন করেন চাঁপাইনবাবঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস, এম আহসান হাবীব। এইসময় পরিদর্শন শেষে ভাঙন মোকাবেলায় প্রস্তুতির কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা।
তিনি বলেন, এই গ্রামের প্রায় দেড়শ মিটার জায়গা পানি বৃদ্ধির কারণে বসে গেছে, ঘনবস্তি এলাকা হওয়ায় বেশকিছু বাড়িঘর তলিয়ে গেছে। বাকিগুলো ভেঙে যাওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। এই অংশটুকু যেন আর ভেঙে না যায় তার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি । উর্দ্ধতম কর্মকর্তার কাছে রিপোর্ট করে খুব দ্রুত ভাঙ্গনরোধে ব্যবস্থা গ্রহণ করা হবে। #