মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার তিন নম্বর পাকড়ী ইউপির ঝিনা বিবিড্যাং এলাকায় জামাতের সেক্রেটারির কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে ওই জামাত নেতার লোকজন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা,যায় কিছুদিন আগে গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউপির ঝিনা বিবিড্যাং এলাকার তোফাজ্জলের পুত্র পাকড়ী ইউপির পাঁচ নম্বর ওয়ার্ড জামাতের সেক্রেটারি ইসারুল একই এলাকার জুয়েলের স্ত্রী সমেজা কে ধর্ষণের উদ্দেশ্যে মুঠোফোনের মাধ্যমে বিভিন্ন সময় কু -প্রস্তাব দিতে থাকে। ইসারুল এর কু -প্রস্তাবে ওই মেয়ে রাজি না হওয়ায় তাকে গত ৬ মে মঙ্গলবার সন্ধ্যায় ইসারুলের হুকুমে একই এলাকার ইসারুলের আত্মীয় শারমিন, রোকসানা, শিখা, রিমন, ও জান্নাতি হত্যার উদ্দেশ্যে শমেজাকে ডেকে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে সমেজা মাটিতে পড়ে যায়। ওই সময় সমেজাকে ঐ ৫ জন জাপ্টিয়ে ধরে মারধর করে। এ সময় জীবন বাঁচাতে সমেজা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে উদ্ধার করে।
সমেজা কান্না জড়িত কন্ঠে অভিযোগ করে বলেন রাস্তাঘাটে আমাকে ইসারুল বিভিন্ন রকম অশ্লীল কথাবার্তা বলে এখনো ও। এমনকি আমি রাজি না হওয়ায় আমাকে বাড়ি ছাড়ার ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
এ বিষয়ে জানতে চাইলে এসারুল এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন একটি পক্ষ আমাকে সমাজে এই প্রতিপন্ন করার জন্য এগুলো করছে। আমি এটার সঙ্গে জড়িত না।
এ বিষয়ে পাকড়ী ইউপির চেয়ারম্যান এর মুঠোফোনে যোগাযোগ করা হলে সংযোগ না পাওয়ায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে কাকনহাট ফাঁড়ির ইনচার্জ বলেন এখনো অভিযোগ পায়নি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।#