মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাল্যবিবাহ নিরোধ আইনের আওতায় অভিযান পরিচালনা করে অপ্রাপ্তবয়স্ক ছেলে ও মেয়ের বিয়ের আয়োজনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার(২৪ জুলাই ২০২৫) উপজেলার একটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
অভিযানে প্রাপ্তবয়স্ক না হওয়া সত্ত্বেও ছেলে ও মেয়ের বিয়ে দেওয়ার প্রস্তুতির সত্যতা পাওয়া গেলে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ধারা ৮ অনুযায়ী ছেলের অভিভাবককে ১০ হাজার টাকা এবং মেয়ের পিতাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান প্রসঙ্গে ইউএনও ফয়সাল আহমেদ বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এ ধরনের বিয়ে শুধু শিশুদের ভবিষ্যতকেই হুমকির মুখে ফেলে না, সমাজেও নেতিবাচক প্রভাব ফেলে। প্রশাসনের পক্ষ থেকে আমরা বাল্যবিবাহের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি। আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।” এই অভিযানে উপজেলা প্রশাসনকে সহায়তা করে গোদাগাড়ী থানার একটি টিম। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানান।

#