1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম প্রস্তুতি ম্যাচে সহজ জয় বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় নববর্ষ উদযাপনের নির্দেশ গাজায় গণহত্যার তীব্র নিন্দা বাংলাদেশের ইজরাইলের নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ‘যৌনমিলন যেন ভালবেসে পোশাক কেনার মতো বিষয় হয়ে উঠেছে’, বিচ্ছেদময় ইন্ডাস্ট্রিতে কেন বললেন অনুরাধা? রাণীশংকৈলে গর্ভবর্তী গরু জবাই করায়  কসাইকে জরিমানা বদরগঞ্জে বিএনপির  সাবেক এমপি সহ ৮ নেতাকে বহিষ্কার, আভ্যান্তরীণ কোন্দল চরমে কুষ্টিয়ায় হোটেলে খাবারের ব্যবসার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: আগুন দিল বিক্ষুব্ধ জনতা চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ  উপজেলার মনাকষা বাজারে রাস্তার পাশে  খোলা ডাস্টবিনে পথচারীর নাভিশ্বাস গাজাবাসির উপর নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ 

গাজাবাসির উপর নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ 

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি :                                       ইসরায়েলের দখলদার বাহিনী গত ৭০ বছর ধরে ফিলিস্তিনের সাধারণ মানুষদের উপর অমানুষিক নির্যাতন করে যাচ্ছে। গত কয়েক বছর যাবত ফিলিস্তিনের মাটিতে দখলদার ইজরায়েল কর্তৃক ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর সর্বশেষ রাফা ও গাজা এলাকা গুড়িয়ে মিশিয়ে দেয়া হয়েছে। ফলে অসংখ্য শিশু, নারী, বৃদ্ধদের নীরিহ ভাবে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তারই প্রেক্ষিতে ফিলিস্তিনি মুক্তিকামী জনতা এবং যুদ্ধাহত মানুষদের সহমর্মিতা এবং সংহতি প্রকাশের জন্য  (৭ এপ্রিল ২০২৫)  সোমবার বাদ যোহরে ,নওগাঁ শহরের মুক্তির মোড় নওযোয়ান মাঠের গেইট হেফাজতে ইসলাম বাংলাদেশ, নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে একটি সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মুফতি রাশেদ ইলিয়াস (হাফিজাহুল্লাহ),সহ সভাপতি মাওঃ আহমাদুল হক  হেফাজতে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল হাসেমী,  জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, নওগাঁ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ সুবহান,নওগাঁ পৌর বিএনপির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, যুবদল নেতা মোঃ আশিকুর রহমান আজাদ,ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার আশরাফুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন, খিলাফত মজলিস বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইসরাফিল আলম,আলমাওয়াদ্দা ওলামা পরিষদের প্রচার সম্পাদক  মুফতি শামীম আহমদ নুরী সহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন ফিলিস্তিনে ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই নির্মমতা আমাদের বিবেককে নাড়া দেয়, কিন্তু বিশ্ব বিবেক যেন নির্বিকার। অবিলম্বে এ হত্যাকাণ্ড বন্ধ করতে হবে অন্যথায় ইসরাইল কে নির্মম পরিণতি ভোগ করতে হবে।

এ সময় তাঁরা আরও বলেন ইসরাইল, আমেরিকা সহ তার দোসরদের পন্য বর্জন করে তাদের কে অর্থনৈতিক ভাবে পঙ্গু করা ঈমানী দায়িত্ব।তাঁরা রাষ্ট্রীয় ভাবে ইসরাইল ও আমেরিকার পণ্য নিষিদ্ধের জোরালো দাবি জানান এবং পরিশেষে মুসলিম বিশ্ব বিশেষ করে ফিলিস্তিন দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট