স্টাফ রিপোর্টার , ঈশ্বরদী, পাবনা: ঈশ্বরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কাঠের বাটামের আঘাতে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধা মাতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ঈশ্বরদী উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল সলিমপুর ইউনিয়নের খড়েরদাইড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম ওই গ্রামের মৃত আতর আলীর স্ত্রী।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণবকুমারের দেওয়া তথ্যমতে, খড়ের দাইড় এলাকায় সাম্প্রতিক সময়ে চোরের উপদ্রপ লক্ষ্য করা যায়। মাঝেমধ্যেই ঐ নিহত আয়েশা বেগমের দেবরের বাড়িতে চোর এসে চুরি করতে ব্যর্থ হয়। একইভাবে আয়েশা বেগমের দু’ছেলে সম্প্রতি বিদেশ থেকে ফিরে আসার কারণে ঐ চোর চক্রের সদস্যরা মাঝে মধ্যেই আয়েশা বেগমের বাড়ির নিকটস্থ খালের আশেপাশে এসে ওঁতপেতে থেকে চুরি করার চেষ্টা করে ব্যর্থ হয়।
এমতাবস্থায় ঘটনার দু’দিন আগেও নিহত আয়েশা বেগমের দেবরের বাড়িতে ঐ চোর চক্রের সদস্যরা চুরি করার চেষ্টা করে ব্যর্থ হয়। এমন অবস্থায় গত শুক্রবার রাত সাড়ে নয়টায় বাড়ির পাশের চায়ের দোকানে চা পান করার সময় আয়েশা বেগমের এক ছেলে কথা প্রসঙ্গে বলে ওঠেন এবার বাড়ির আশেপাশে চোর আসলে পিঠানো হবে। এ কথা বলার পর চা দোকানদার ও আয়েশা বেগমের ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির শুরু হলে আয়েশা বেগম হাতাহাতি ঠেকাতে চেষ্টা করেন।
এক পর্যায়ে আয়েশা বেগম প্রতিপক্ষের বাটামের ধাক্কাতে মাটিতে লুটে পড়ে নিহত হন। এঘটনার পরপরই ঐরাতেই ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণবকুমারের নেতৃত্বে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনী ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি শান্ত করেন।#