1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
 অন্তঃসত্ত্বা ভারতীয় নারীকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি শাহরিয়ার ইলেভেনেস চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ট্রফি উন্মোচন, কেক কাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপসা উপজেলা প্রেসক্লাবে দোয়া  রূপসায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাকির হোসেন বাকুর দাফন সম্পন্ন পাবনা-৪ আসনের ভোটাররা  ক্লিন ইমেজের র্প্রাথীর অপেক্ষায় প্রহর গুণছে  দুর্গাপুরে আলেম সমাজকে নিয়ে জামায়াতের উলামা সমাবেশ পারিবারিক আবেগের প্রতি শ্রদ্ধা: বিএসএফ–বিজিবির সমন্বয়ে মরদেহ দেখার সুযোগ কবিতা……….. বেগম জিয়া সবার কাছে গ্রহণযোগ্য নেত্রী: রাজশাহীতে দোয়া মাহফিলে মিনু কালীগঞ্জে তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষকদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালন

আমি চায়ছিলাম আমার সখের পুরুষের সাথে থাকতে, কবরটা সুমনের বাড়ির সামনে হবে, চিরকুেট হাতের লিখা নিয়ে ধোঁয়াশা !

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় স্বামীর বাড়ির শয়ন কক্ষে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লিখা ছিল- “ভালো থাইকেন আমাকে আর হয়তো পাবেন না! আমি চায় ছিলাম আমার সখের পুরুষের সাথে থাকতে কিন্তু সেটা তো আর সম্ভব না। আপনাদের কাছে আমার শেষ ইচ্ছা আমি মারা যাওয়ার পর আমার কররটা সুমনের বাড়ির সামনে হবে। আমি যেই গ্যালারি ব্যবহার করি মায়ের ফোনে ওই গ্যালারির নিরাপত্তা ফোল্ডারে আমার অনেক সখের ছবি আছে ওই ছবি গুলা যত্ন করে রেখে দিবেন এবং(৭২১৬) আমার সয়ার ঘরটা আমার আরাফাত ভাইয়ার কাছে দিয়ে দিয়েন। ইতি(হিরা)”

ধারনা করা হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া কারণে আত্নহত্যার আগে হিরা খাতুন চিরকুট লিখে গেছে। তবে চিরকুটে লিখাটি হিরা খাতুনের কি-না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। মঙ্গলবার(০৭-১০-২০২৫) রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রাম থেকে হিরা খাতুন (২০) নামে এক নববধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রামের স্বামীর বাড়ির শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করে বলে জানা গেছে। নববধু কুষ্টিয়ার সদর থানার বটতলী ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের বেল্লাল হোসেনের মেয়ে।

জানা যায়,গত মাসের ১৪ সেপ্টেম্বর চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রামের শান্ত শেখের ছেলে রতন আলী শেখ(২৫)’র সাথে বিয়ে হয়। বিয়ের দুই দিন পর নববধু তার বাবার বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি জানান, আর শ্বশুরবাড়ি ফিরে যাবেন না। পরে পরিবার তাকে ইচ্ছার বিরুদ্ধে স্বামীর বাড়িতে পাঠান। যোগাযোগ করতে না পেরে মেয়ের বাবার বক্তব্য পাওয়া যায়নি। আত্নহত্যার দাবি স্বামীর পরিবারের ।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে চিরকুটে লিখাটি নববধুর কি-না, সেটি তার হাতে লিখার সাথে মিলিয়ে দেখলে বাস্তব প্রমান পাওয়া যাবে।

ওসি জানান,মেয়ের বাবার বাড়ি আরেক জেলাতে হওয়ায় তাৎক্ষনিক হাতের লিখা মিলিয়ে সনাক্ত করতে পারেননি। এ বিষয়ে ইউডি মামলা দাযের করা হয়েছে বলে জানান ওসি। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট