মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে ইমাম ও মোয়াজ্জেন কল্যান ট্রাস্টের সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন /প্রশিক্ষণ কোর্স ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১০ জুন ২০২৪ সকাল ১০ ঘটিকায় উপজেলা মসজিদে মোঃ আবুল হোসেনের এমসি এর সঞ্চলনায় ও মোসাঃ মল্লীকা খাতুন ফিল্ড সুপারভাইজার ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই, এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এতে আত্রাই উপজেলার ৮টি ইউনিয়ন থেকে আগত ইমাম ও মোয়াজ্জিনগন উপস্থিতি ছিলেন৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ইসলামিক ফাউণ্ডেশন জেলা কার্যলয় থেকে আগত মোঃ ইউনুস আলী। আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক জিসি, মোঃ রেজাউল ইসলাম জিসি, ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই, সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ অর্থ ও দপ্তর সম্পাদক আত্রাই প্রেসক্লাব, মোঃ রফিকুল ইসলাম সভাপতি শিক্ষক সমিতি, ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই। মোঃ আব্দুল হাই আল হাদি সাধারণ সম্পাদক শিক্ষক সমিতি ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই।
প্রধান অতিথির বক্তব্যে ইউনুস আলী ইমাম মোয়াজ্জিন দেরকে বলেন আপনারা এখনও যাহারা কল্যান ট্রাস্টের সদস্য হন্নায় খুব তারা তারি সদস্য হোন। আমরা কল্যান ট্রাস্টের সদস্যদের কে এক কালিন রিন ও সুদ মক্ত রিন দিয়ে থাকি,এছাড়াও অনেক সুজুগ সুবিদা রয়েছে।
তাহার বক্তব্যে আরও বলেন,আমরা আল্লাহর হুকুম মেনে চলবো,আমরা সবাই অংশ গ্রহণ নিবো,সমাজে বাল্যবিবাহ, মাদকাসক্ত, ইভটিজিং, জঙ্গীবাদ দুর করার জন্যে চেষ্টা করিবো, এছাড়াও বিভিন্ন দিক নিয়ে নিয়ে আলোচনা করেন।৷ অনুষ্ঠানটিতে দেশবাসীর শান্তি কল্যান কামনা ও সকল বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়।#