মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: যশোরের অভয়নগরের ৭নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মোঃ জহুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকালে অভয়নগর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার ৭নং ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মোঃ জহুরুল ইসলাম বলেন, সরকারি জমি দখল করে জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয় নির্মাণ করছি মর্মে যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ মিথ্যা। মূলত একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে নানাভাবে মিথ্যাচার করছে। তারা যে বিষয়ে আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন সেটি মূলত ভৈরব নদীতে যাত্রী পারাপারের একটি যাত্রী ছাউনি নির্মাণকে জামায়াতের কার্যালয় বলে অপতথ্য প্রচার করে আমার মান ক্ষুন্ন করার চেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, গোলাম মোস্তফা, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা মুস্তাফিজুর রহমান, হাফিজুর রহমান পলাশ,লালন হোসেন, রিফায়েজ শেখ, ফিরোজ খন্দকার প্রমূখ।#