সবুজনগর অনলাইন ডেস্ক:
ভারতের উত্তর প্রদেশের মৈনপুরী জেলায় এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সাজিদ (৩৫) নামের এক ব্যক্তি, যিনি নিজের স্ত্রীর গণধ*র্ষণের মামলায় প্রধান সাক্ষী ছিলেন, তাকে কয়েকজন হিন্দু নির্মমভাবে পুড়িয়ে হ*ত্যা করেছে। জানা যায়, ধ*র্ষণের মামলাটি প্রত্যাহার করতে রাজি না হওয়ায় গ্রাম প্রধান ভোলা যাদব ও তার সহযোগীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সাজিদের স্ত্রীকে গত চার মাস ধরে বন্দি রেখে গ্রাম প্রধান ভোলা যাদব এবং তার সহযোগীরা গণধ*র্ষণ করে। এ ঘটনায় সাজিদ থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তদের মধ্যে ভোলা যাদব ছাড়াও তার তিন ছেলে—সেতু, সেলু ও ঋষি এবং আরও দুই সহযোগী হিন্দু ব্যক্তির নাম ছিল।
মামলার পর পুলিশ তাদের গ্রেফতার করেছিল, তবে কিছুদিনের মধ্যেই তারা জামিনে মুক্তি পায়। এরপর থেকেই আসামিরা সাজিদ ও তার স্ত্রীকে মামলা তুলে নিতে ক্রমাগত হুমকি দিচ্ছিল। তবে, সাজিদ এবং তার স্ত্রী আদালতে ন্যায়বিচার পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তারা এলাহাবাদ হাইকোর্টেও মামলা করেছিলেন।#