নিজস্ব প্রতিবেদক, রাজশাহী………………………………………..
আজ ২৩ নভেম্বর বুধবার ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের Computer based Interlocking Signalling System পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে।
১৮৮৫ সালে এরিকসনের তৈরী রীলে ইন্টারলকিং পদ্ধতির অবসান ঘটলো। এই অত্যাধুনিক পদ্ধতি চালুর পূর্বে স্টেশনটি ৬ মাস নন ইনটারলকড্ পদ্ধতিতে পরিচালিত হত। কিউসান, জাপানের তৈরী সিবিআই পদ্ধতি বিশ্বসেরা Signalling System. রেলওয়ে স্টেশনের Computer based Interlocking Signalling System পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে।#