1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে আলুর বীজ নিয়ে মহা সিন্ডিকেট দিশেহারা চাষীরা! খুলনা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়  বাগমারার হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাংবাদিকদের নিরাপত্তার জন্য অ্যাডভোকেসি কর্মশালা  সিংড়ায় জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বটিয়াঘাটা প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন সিংড়ায় মাদরাসা দারুস সুন্নাহ বার্ষিক পুরস্কার বিতরণ সি ইউ সি সংগঠনের সামাজিক কর্মকান্ডে অবদান রাখায়  রোটারিয়ান ইফতেখার আলী বাবুকে সংবর্ধনা ডুমুরিয়ায় শওকত মোল্যা স্মৃতি উন্মুক্ত পাঠাগারের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতি  অনুষ্ঠান 

লোকবল সংকটে পশ্চিমাঞ্চল রেলের ৬ ষ্টেশনে  টিকিট বিক্রি বন্ধ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

আবুল কালাম আজাদ……………………………………..

পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগের ঢালারচর থেকে ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে রাজশাহী রুটের ছয়টি স্টেশনে ১১ দিন ধরে টিকিট বিক্রি বন্ধ রয়েছে। পাশাপাশি বন্ধ রয়েছে স্টেশনগুলোর অন্যান্য কার্যক্রমও।

 

এর ফলে এসব স্টেশন থেকে প্রতিদিন ট্রেনযাত্রীরা বিনা টিকিটেই রাজশাহী যাতায়াত করছেন। এতে রেল কর্তৃপক্ষ প্রতিদিম লক্ষাধিক টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

 

অন্যদিকে ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কর্মরত টিটিইরা হিমশিম খাচ্ছেন বিনা টিকিটের যাত্রীদের  টিকিট বানিয়ে দিতে। এই ফাঁকে টিকিট বিহীন যাত্রীর নিকট টাকা নিয়ে পকেট ভারি করছেন।

 

বৃহস্পতিবার পাকশী রেলওয়ে বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বাঁধের হাট, কাশিনাথপুর, সাথিয়া রাজাপুর, তাঁতিবন্ধ, দুবলিয়া এবং রাঘবপুর-এ ছয়টি স্টেশনে কোনো ষ্টেশন মাষ্টার নেই। রেলওয়ের নিজস্ব লোকবলও নেই এসব স্টেশনে। দৈনিক মজুরিভিত্তিক অস্থায়ী শ্রমিক (টিএলআর) দিয়ে টিকিট বিক্রিসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হয়।

 

১৭ অক্টোবর থেকে এসব স্টেশনের অস্থায়ী শ্রমিকরা বিভিন্ন দাবি আদায়ে ঢাকায় আন্দোলন করছেন। ফলে স্টেশনগুলো বন্ধ রয়েছে।

 

ঢালারচর এক্সপ্রেস ট্রেনের যাত্রী শফিকুল ইসলাম, দুর্জয় ইসলাম লিমন, মারুফা খাতুনসহ কয়েকজন বলেন, তাঁরা নিয়মিত এই ট্রেনে রাজশাহী যাতায়াত করেন। স্টেশনে গিয়ে টিকিট নাপেয়ে বাধ্য হয়ে ট্রেনে উঠে পড়েন। টিটিই চেক করতে এলে টিকিট কেটে নেন। না এলে বিনা টিকিটেই পৌঁছে যাচ্ছেন গন্তব্যে। গতকিছু দিন ধরে এভাবেই চলছে।

 

ট্রেন টিকিট পরিদর্শক (টিটিই) নাম প্রকাশ না করার শর্তে বলেন, ট্রেনে প্রচণ্ড ভিড়। ছয়টি স্টেশনের কাউন্টার বন্ধ থাকায় যাত্রীরা বিনা টিকিট ট্রেনে উঠেছেন। এদের টিকিট করে দিতে হিমশিম খেতে হচ্ছে।

 

পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন বলেন, তাঁদের আওতায় ২২৭ কিলোমিটার রেলপথের ৪২টি স্টেশনে রেলওয়ের নিজস্ব কোনো জনবল নেই। এসব ষ্টেশনে দৈনিক মজুরিভিত্তিক অস্থায়ী শ্রমিক (টিএলআর) নিয়োগ দিয়ে টিকিট বিক্রিসহ অন্যান্য কার্যক্রম চালু রাখা হয়েছে। শ্রমিকরা আন্দোলনে যোগ দেয়ায় হঠাৎ করেই ঝামেলা সৃষ্টি হয়েছে। এ সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

পশ্চিম রেলের মহাব্যবস্থাপক  অসীম কুমার তালুকদার বলেন,দীর্ঘদিন ধরে রেলের নিয়োগ বন্ধ, ও কিছু নিয়োগ পরিক্রীয়া মামলা থাকার জন্য লোকবল সংকট রয়েছে।

 

ট্রেন চালানো স্বাবাভিক রাখতে দৈনিক ভিত্তিক অস্থায়ী কর্মচারী দিয়ে কাজ চালানো হচ্ছিল। হটাৎ  করে তারা তাদের চাকুরী স্থায়ী করনের দাবিতে কাজ বন্ধ করে ঢাকায় আন্দোলন করছে।

 

এতে আকস্মিক লোকবল সংকটের কারনে   একটি শাখা রুটের ৬টি স্টেশনের সাময়ীক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে যাত্রীদের চলাচলের কথা ভেবে রুটিতে ট্রেন চলাচল অব্যহত রাখা হয়েছে। দ্রুত সমাস্যার সমাধানের চেস্টা চলছে বলে জানান রেলের এই কর্মকর্তা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট