# ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকালে উপজেলা দক্ষিন মাইজপাড়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সিদ্দিক (৫৫), সোহাগ মিয়া (৩০), সেবিনা খাতুন(৩৫)নাছিমা খাতুন(৫০) কে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একইদিন বিকালে আবু সিদ্দিক বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে ধোবাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আবু সিদ্দিকের পরিবার অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ সাহাবদ্দিন,সাদেক,সবুজ মিয়া,নয়ন মিয়া, গংরা কিছুদিন ধরে হুমকি-ধামকি দিয়ে আসছিল। শুক্রবার সকালে তাদের সাথে সেচের ড্রেনের পানি নিয়ে তর্ক হয়। হঠাৎ করে শাহাবদ্দিনের নেতৃত্বে ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্র- রড লাঠি দাঁ নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালাতে আসে প্রতিপক্ষরা। ভূক্তভোগী সিদ্দিক দৌড়াইয়া বাড়িতে এসে ঘরে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নী তার। ডাক চিৎকারে মেয়ে, ভাতিজা, স্ত্রী,মেয়ে জামাই, এগিয়ে আসলে তাদেরকে এলোপাতারী কুপায় ও বাইরাইয়া গুরুতর আহত ও দরজা জানালা ভাংচুর করে টাকা পয়সা নিয়ে যায়।
অভিযুক্তরা বলেন, সেচের ড্রেনের পানি নিয়ে তর্কে মারামারি হয়ছে। নিজেদের একজন আহত। এস, আই আনোয়ার চিশতি বলেন, এ ঘটনায় উভয় পক্ষের লিখিত অভিযোগ তদন্তের জন্য হাতে পেয়েছি। পরে বিস্তারিত জানাতে পারব।#