1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
পঞ্চগড়ে ট্রাক্টারের ফালের নিচে পড়ে ৫ম শ্রেণি পড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি ও সমাবেশ  বাঘায় নিখোঁজ ব্যক্তির কঙ্কাল পাওয়া গেল কুকুরে নিয়ে যাওয়া সেন্ডেল খুঁজতে গিয়ে পঞ্চগড়ে জেলা ওলামা দলের আহবায়ক মুহিবুর সদস্য সচিব রফিকুল  পুলিশ জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী: স্বরাষ্ট্র উপদেষ্টা তানোরে সম্পত্তি বিরোধে সংঘর্ষ একজন গুরুতর আহত মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন টেলিভিশন ক্যাপিটালস মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেনঃ জাকারিয়া পিন্টু

 বাঘায় নিখোঁজ ব্যক্তির কঙ্কাল পাওয়া গেল কুকুরে নিয়ে যাওয়া সেন্ডেল খুঁজতে গিয়ে

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি:  রাজশাহীর বাঘায় কুকুরে নিয়ে যাওয়া সেন্ডেল খুঁজতে গিয়ে নিখোঁজের উন পঞ্চাশ দিন  পর পাঞ্জাতন সরকার (৭৮) নামের এক ব্যক্তির কঙ্কাল পাওয়া গেছে।  নিজ বাড়ির ৩০০ গজ দক্ষিণে মৃত লালকির বাঁশ ঝাড়ের ভাগাড়ে কঙ্কাল পড়ে ছিল।  তার স্বজনরা গায়ের সুয়েটার ও পাঞ্জাবি দেখে পাঞ্জাতনকে শনাক্ত করেন। পরে  বাঘা থানা পুলিশ কঙ্কাল উদ্ধার করে।

রোববার (১৮-০১-২৬) দুপুরে বাড়ির পাশের বজলু নামের একজন কুকুরে নিয়ে যাওয়া তার সেন্ডেল খুঁজতে গিয়ে হাড় ও কাপড় দেখে স্বজনদের খবর দেন।  পাঞ্জাতন বাঘা পৌরসভার  দক্ষিণ মিলিক বাঘা গ্রামের মৃত জব্বার সরকারের ছেলে। পাঞ্জাতনের বড় ছেলে হাফিজুল ইসলাম জানান, গত বছরের ডিসেম্বর মাসের ১তারিখে মাগরিব নামাজের পর নিখোঁজ হন। ঘটনার ১দিন পর বাঘা থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।

Open photo

তিনি জানান, স্থানীয় মসজিদে আসরের ও মাগরিবের নামাজ পড়েছেন। এশার নামাজের পর থেকে পাওয়া যায়নি। হাফিজুল আরো জানান, নিখোঁজের প্রায় ৭দিন পর অজ্ঞাত এক নম্বর থেকে ফোন করে জানিয়েছিল,তার বাবা রোড এক্সিডেন্ট করেছে, সিরাজগঞ্জ হাসপাতালে নিয়ে যাচ্ছেন, জরুরি ভিত্তিতে ৮হাজার টাকা পাঠাতে হবে। পরে সিরাজগঞ্জ হাসপাতালে গিয়ে কাউকে পাননি। পরে লাশ ফেরত দেওয়ার কথা বলেও টাকা নিয়েছে। ৩দফায় মোট ৩৪ হাজার টাকা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়,৩বছর আগে স্টক করেছিল। ২বছর আগে স্ত্রী মারা যান। সুস্থ অবস্থায় কুলি শ্রমিকের সর্দার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৮বছর আগে সেই কাজ বাদ দিয়ে ঘুরে বেড়াতেন।  ছেলে মেয়েরা তাকে দেখভাল করতেন।

এ ব্যাপারে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, খবর পেয়ে কঙ্কাল ও কাপড় উদ্ধারের পর  শনাক্ত করেন স্বজনরা।  উদ্ধার কঙ্কাল ডিএনএ টেস্টের জন্য পাঠানো হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট