বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় কুকুরে নিয়ে যাওয়া সেন্ডেল খুঁজতে গিয়ে নিখোঁজের উন পঞ্চাশ দিন পর পাঞ্জাতন সরকার (৭৮) নামের এক ব্যক্তির কঙ্কাল পাওয়া গেছে। নিজ বাড়ির ৩০০ গজ দক্ষিণে মৃত লালকির বাঁশ ঝাড়ের ভাগাড়ে কঙ্কাল পড়ে ছিল। তার স্বজনরা গায়ের সুয়েটার ও পাঞ্জাবি দেখে পাঞ্জাতনকে শনাক্ত করেন। পরে বাঘা থানা পুলিশ কঙ্কাল উদ্ধার করে।
রোববার (১৮-০১-২৬) দুপুরে বাড়ির পাশের বজলু নামের একজন কুকুরে নিয়ে যাওয়া তার সেন্ডেল খুঁজতে গিয়ে হাড় ও কাপড় দেখে স্বজনদের খবর দেন। পাঞ্জাতন বাঘা পৌরসভার দক্ষিণ মিলিক বাঘা গ্রামের মৃত জব্বার সরকারের ছেলে। পাঞ্জাতনের বড় ছেলে হাফিজুল ইসলাম জানান, গত বছরের ডিসেম্বর মাসের ১তারিখে মাগরিব নামাজের পর নিখোঁজ হন। ঘটনার ১দিন পর বাঘা থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।

তিনি জানান, স্থানীয় মসজিদে আসরের ও মাগরিবের নামাজ পড়েছেন। এশার নামাজের পর থেকে পাওয়া যায়নি। হাফিজুল আরো জানান, নিখোঁজের প্রায় ৭দিন পর অজ্ঞাত এক নম্বর থেকে ফোন করে জানিয়েছিল,তার বাবা রোড এক্সিডেন্ট করেছে, সিরাজগঞ্জ হাসপাতালে নিয়ে যাচ্ছেন, জরুরি ভিত্তিতে ৮হাজার টাকা পাঠাতে হবে। পরে সিরাজগঞ্জ হাসপাতালে গিয়ে কাউকে পাননি। পরে লাশ ফেরত দেওয়ার কথা বলেও টাকা নিয়েছে। ৩দফায় মোট ৩৪ হাজার টাকা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,৩বছর আগে স্টক করেছিল। ২বছর আগে স্ত্রী মারা যান। সুস্থ অবস্থায় কুলি শ্রমিকের সর্দার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৮বছর আগে সেই কাজ বাদ দিয়ে ঘুরে বেড়াতেন। ছেলে মেয়েরা তাকে দেখভাল করতেন।
এ ব্যাপারে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, খবর পেয়ে কঙ্কাল ও কাপড় উদ্ধারের পর শনাক্ত করেন স্বজনরা। উদ্ধার কঙ্কাল ডিএনএ টেস্টের জন্য পাঠানো হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর