
স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী,পাবনা: গণতন্ত্রের আপোসহীন নেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় শুক্রবার রাতে সাঁড়া গোপালপুরস্থ তিন নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

বিএনপি সমর্থিত এলাকাবাসীর পক্ষ থেকে এসব অনুষ্ঠানে সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা শামসুল হক,বিএনপিনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলম,বিএনপি নেতা আশরাফ হোসেন আশা,শ্রমিকদল নেতা সুমন হোসে,শ্রমিকদল নেতা মামুন হোসেন, যুবদল নেতা ফারুক হোসেন ফরাজী,সাবেক ছাত্রদল নেতা মাহবুবুর রহমান পলাশ,ছাত্রদল নেতা সোহেল খন্দকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার বিশষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।#