স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে রাজশাহীর বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহানগরীর ২১নং ওয়ার্ডে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডিকো, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি জ্যাকি, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দীন, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন, ২১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আসলাম, ২১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কালু, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম বাবলু , নুরুল ইসলাম নুরু, ২১নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি বিপুল ,বাচ্চু যুবনেতা ফিরোজ, রুবেল শেখ মেরাজ ,রাসেল সহ স্থানীয় বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে খাবার বিতরণ করা হয়।#