মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২৭ জন বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। সোমবার ভোর ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি সদস্যরা নিয়মিত টহলের সময়, সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ১২ জন নারী, ৫ জন শিশু ও তৃতীয় লিঙ্গের ২ জন রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, আটক হওয়া ব্যাক্তিরা বিভিন্ন সময় পাসপোর্ট ছাড়ায় ভারতে গিয়েছিলো, এবার তারা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি সদস্যরা তাদের আটক করেছে। তাদের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশী নাগরিকত্বসহ বিভিন্ন বিষয়ে নিশ্চিত হতে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।#