
বিশেষ প্রতিনিধি: আধিপত্য বিরোধী জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাঘা শাখা ছাত্রশিবির। শুক্রবার(১৯-১২-২০২৫) বিকেল সাড়ে ৪টায় জেলা পরিষদ ডাক বাংলোর সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষীণ করে চার মাথার মোড় আম চত্বরে গিয়ে বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে রাজশাহী জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের সভাপতি রুবেল আলী বলেন, যুগে যুগে যারা ফ্যাসিবাদ, জুলমবাজ এবং কালচারাল ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন সন্ত্রাসীরা তাদেরকে হত্যা করার জন্য নীল নকশা করেছে। হাদীকেও সেভাবেই হত্যা করা হয়েছে। ওসমান হাদীর জনপ্রিয়তা বৃদ্ধ বনিতা থেকে শুরু করে যখন গ্রামে গঞ্জে পৌঁছে যায়, তখন একটি পক্ষ তা মেনে নিতে পারেনি৷
রাজশাহী জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুর রব প্রশাসনের উদ্দেশ্য বলেন,আপনার যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারও হাদি ভাইয়ের রক্তে রাঙানো চেয়ার। তাই হাদি ভাইয়ের খুনিদের বিচার করতে না পারলে চাকুরি ছেড়ে চুড়ি পরে ঘরে বসে থাকুন।
উপস্থিত ছিলেন উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি ইন্তেকাল করেন।#